রাজ্যে করোনায় মৃতের সংখ্যা ৫ হাজার ছুঁইছুঁই, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩,২৮১ জন

কলকাতায় গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৬৭২ জন, মৃত্যু  হয়েছে ১১ জনের

Edited By: সিকান্দর আবু জ়াফর | Updated By: Sep 30, 2020, 10:38 PM IST
রাজ্যে করোনায় মৃতের সংখ্যা ৫ হাজার ছুঁইছুঁই, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩,২৮১ জন

নিজস্ব প্রতিবেদন: রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা পাঁচ হাজারের কাছাকাছি গিয়ে পৌঁছল। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা সংক্রমণে মৃত্যু হয়েছে ৫৯ জনের। এনিয়ে রাজ্যে করোনায় মৃতের সংখ্যা গিয়ে হল ৫,৯৫৮।

আরও পড়ুন-'যাঁরা বাংলার আইন-শৃঙ্খলা নিয়ে বলছেন, তাঁরা উত্তরপ্রদেশের দিকে তাকান', কড়া আক্রমণ মমতার

রাজ্য স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী এখনও পর্যন্ত রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ২,৫৭,০৪৯ জন। গত ২৪ ঘণ্টায় সংক্রমিত ৩,২৮১ জন। মোট আক্রান্তদের মধ্যে অবশ্য সুস্থ হয়েছেন ২,২৫,৭৫৯ জন। সুস্থতার হার ৮৭.৮৩ শতাংশ। রাজ্যে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্য়া ২৬,৩৩২।

এদিকে, কলকাতায় গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৬৭২ জন, মৃত্যু  হয়েছে ১১ জনের। উত্তর ২৪ পরগনায় গত একদিনে আক্রান্ত ৬৬১ জন, প্রাণ হারিয়েছেন ১৮ জন। হাওড়ায় নতুন করে আক্রান্ত ১৯৮ জন, মারা গিয়েছেন ৭ জন।

আরও পড়ুন-কেউ 'চেয়ার ছাড়া' করতে পারবে না, কাজের শেষ দিনে হেসে বললেন বিদায়ী মুখ্যসচিব

এখনও পর্যন্ত কলকাতায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৫৬,৪১২। মৃত্যুর সংখ্যা ১,৭১০। উত্তর ২৪ পরগনায় আক্রান্ত মোট ৪৪,৭০৪ জন। মৃত্যু হয়েছে ১১০৬ জনের।

.