Loksabha Election 2024| TMC Candidate List: লোকসভা ভোটেও ভরসা নির্মলেই! জলপাইগুড়িতে তৃণমূল প্রার্থী ধূপগুড়ির বিধায়ক...

একুশের বিধানসভা নির্বাচন ধূপগুড়ি কেন্দ্রটি গিয়েছিল বিজেপি দখলে।  প্রথমবার ভোটে দাঁড়িয়েই বিধায়ক নির্বাচিত হয়েছিলেন বিষ্ণুপদ রায়। বিধানসভার অধিবেশনে যোগ দিতে এসে অসুস্থ হয়ে পড়েন ধূপগুড়ির বিধায়ক। উপনির্বাচনে জিতেছিলেন তৃণমূল প্রার্থী নির্মলচন্দ্র রায়।

Updated By: Mar 10, 2024, 05:25 PM IST
Loksabha Election 2024| TMC Candidate List: লোকসভা ভোটেও ভরসা নির্মলেই! জলপাইগুড়িতে তৃণমূল প্রার্থী ধূপগুড়ির বিধায়ক...

প্রদ্যুৎ দাস: লোকসভা নির্বাচনেও এবার সেই নির্মলচন্দ্র রায়ের উপরই ভরসা রাখল তৃণমূল। জলপাইগুড়ি কেন্দ্রে প্রার্থী হিসেবে নাম ঘোষণা করল ধূপগুড়ির বিধায়কের। মিষ্টি বিতরণ ও আবির খেলায় মাতলেন দলের কর্মী-সমর্থকরা। শুরু হয়ে গেল প্রচারও।

আরও পড়ুন:  Saumitra Khan Vs Sujata Mandal Khan: ব্যাটল গ্রাউন্ড বিষ্ণুপুর; স্বামীর হয়ে চালিয়েছিলেন প্রচার, এবার সৌমিত্রর বিরুদ্ধেই সুজাতা

ঘটনাটি ঠিক কী? একুশের বিধানসভা নির্বাচনে ধূপগুড়ি কেন্দ্রটি গিয়েছিল বিজেপি দখলে।  প্রথমবার ভোটে দাঁড়িয়েই বিধায়ক নির্বাচিত হয়েছিলেন বিষ্ণুপদ রায়। হারিয়ে দিয়েছিলেন তৃণমূল প্রার্থীকে। কিন্তু বিধানসভার অধিবেশনে যোগ দিতে কলকাতায় প্রয়াত হন ধুপগুড়ির বিধায়ক। এরপর উপনির্বাচনে ঘাসফুল ফোটে ধূপগুড়িতে। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ৪৩৮৩ ভোটে জিতে যান তৃণমূল প্রার্থী নির্মলচন্দ্র রায়। 

ব্য়বধান মাস পাঁচেক। গত লোকসভা ভোটে যে জলপাইগুড়ি কেন্দ্রটি হাতছাড়া হয়ে গিয়েছিল তৃণমূল, সেই জলপাইগুড়িls এবার প্রার্থী করা হল ধূপগুড়ি উপনির্বাচনে জয়ী নির্মলচন্দ্রকে। তিনি বলেন, 'ভালো লাগছে। তবে এটা আরও বড় দায়িত্ব। আমি বিধানসভায় ছিলাম। উপনির্বাচনে দল আমাকে মনোনীত করেছিল। আরও বৃহত্তর ক্ষেত্রে লড়াই করতে হবে। দায়িত্বটা অনেক বড়'।

এবারও জিততে পারবেন? জলপাইগুড়ি কেন্দ্রের তৃণমূল প্রার্থী বলেন, 'আগে নির্বাচনটা হয়ে যাক, নির্বাচনের ফলে বোঝা যাবে, আমি দিল্লির পথে যাব কিনা। তবে একটা রাস্তা একটা তৈরি হয়েছে। ভালোই লাগছে যে, কয়েক মাস হল বিধানসভার উপনির্বাচনে জিতে এসেছি, তার পর পরেই দল এত বড় ভরসা আমরা উপরে রেখেছে। ভরসার জায়গাটা যাতে ঠিক থাকে, সেই চেষ্টাই করব'।

স্থানীয় সূত্রের খবর, ধূপগুড়ি গার্লস কলেজের ইতিহাসের অধ্যাপক নির্মলচন্দ্র রায়। রাজবংশী সম্প্রদায়ের মানুষ তিনি। এলাকায় ভাবমূর্তিও অত্যন্ত স্বচ্ছ। বিশিষ্ট শিক্ষাবিদ হিসেবে পরিচিতি রয়েছে। 

আরও পড়ুন:  Sheikh Shajahan| Sandeshkhali: শেখ শাহাজানকে ফের সিবিআই হেফাজতে রাখার নির্দেশ আদালতের

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.