Flood: টানা বৃষ্টিতে জল ছাড়ছে দামোদর-পাঞ্চেত-মাইথন ব্যারেজ, জেলায় জেলায় বন্যার আশঙ্কা!
পূর্ব বর্ধমান, হাওড়া, হুগলি, পশ্চিম বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুরে প্লাবনের আশঙ্কা। প্লাবনের আশঙ্কা বীরভূমের লাভপুরের প্রায় ১৫টি গ্রামেও। বন্যা পরিস্থিতি ঘাটালেও।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো: দুর্গাপুরের দামোদর ব্যারেজ থেকে জল ছাড়ার পরিমাণ আরও বাড়ল । আজ সকালে জল ছাড়ার পরিমাণ এক লক্ষ ৩৪ হাজার কিউসেক। এই জল ছাড়ার ফলে হাওড়া, হুগলির বেশ কিছু অঞ্চল ভেসে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ঝাড়খণ্ডে এবং বঙ্গে ভারী বৃষ্টির জেরে জল বাড়ছে অজয়, দামোদর সহ একাধিক নদীতে। ভারী বৃষ্টিতে দামোদরের জল বাড়ায় মাইথন, পাঞ্চেত, এবং দুর্গাপুর ব্যারেজে বাড়ছে জলের চাপ। সেই জলের চাপ কমাতেই দফায় দফায় ছাড়া হচ্ছে জল। যার জেরে পূর্ব বর্ধমান, হাওড়া, হুগলি, পশ্চিম বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুরে প্লাবনের আশঙ্কা। ইতিমধ্যেই জল ঢুকেছে চাষের জমিতে।
ওদিকে অতিরিক্ত জল ছাড়ার কারণে প্লাবনের আশঙ্কা বীরভূমের লাভপুরের প্রায় ১৫টি গ্রামেও। কাদরকুলা থেকে বাগসীনা যাওয়ার রাস্তা জলের তলায়। আরও জল বৃদ্ধি হলে কীর্নাহার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে এই গ্রামগুলির। লাগাতার অতিরিক্ত বৃষ্টির কারণে পাঞ্চেত ও মাইথন ব্যারাজ থেকে এক লক্ষ কিউসেক জল ছাড়া হয়েছে। পাঞ্চেত ও মাইথন ব্যারাজ থেকে জল ছাড়ার কারণে বীরভূমের কুয়ে নদী ফুলে ফেঁপে উঠছে। কুয়ে নদী ফুলে ফেঁপে ওঠার কারণে লাভপুর ব্লকের কাঁদরকুলা, জয়চন্দ্রপুর সহ প্রায় ১৫টি গ্রাম বন্যার কবলে পড়ার আশঙ্কা।
গত কয়েকদিনে টানা বৃষ্টি জেরে জলস্তর বেড়েছে বাঁকুড়া জেলারও সবকটি নদীতে। দামোদর নদীর বাঁধ ভেঙ্গে জল ঢুকতে শুরু করেছে গ্রামে। দ্বারকেশ্বর, গন্ধেশ্বরী, দামোদর সহ সবকটি নদীতে বেড়েছে জলস্তর। ফলে নদীর উপরে থাকা একাধিক সেতু জলের তলায়। দামোদর নদীর জল বাড়ার ফলে সোনামুখী ব্লকের রাধামোহনপুরে নদীর বাঁধ ভেঙে জল ঢুকতে শুরু করেছে গ্রামে। বন্যার জল ঢুকতে শুরু করেছে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল পুরসভার ৩, ৬,৭ সহ বেশ কিছু ওয়ার্ডেও।
পুজোর মুখে আবারও বন্যা পরিস্থিতি পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালে। ইতিমধ্যেই বন্যার জল ঢুকেছে ঘাটাল পুরসভার ৩,৬,৭,৯,১২ ওয়ার্ডের শ্রীরামপুর, নিশ্চিন্দিপুর সহ বেশ কিছু এলাকায়। জলে ডুবেছে এলাকার বিভিন্ন রাস্তাঘাট। টানা কয়েকদিনের বৃষ্টির জেরে ঝুমি নদীর জলে প্লাবিত ঘাটাল ব্লকের মনসুকা ১ গ্রাম পঞ্চায়েতের বেশ কয়েকটি গ্রামও। ইতিমধ্যে ঘাটালের মনসুকা গ্রাম পঞ্চায়েতের গুরুত্বপূর্ণ রাস্তা,পালপুকুর থেকে মনসুকা যাওয়ার ঘোড়ই ঘাট চাতালে জল উঠে বন্ধ গাড়ি চলাচল।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)