অনুব্রতর মন্তব্য লজ্জাজনক, তৃণমূলকে চিঠি দিয়ে জানাল কমিশন
অনুব্রত মণ্ডলের 'নকুলদানা' বক্তব্যের জেরে তৃণমূল কমিশনকে চিঠি দিল নির্বাচন কমিশন। তাঁদের নেতার ওই মন্তব্যে নির্বাচন কমিশনের মতো প্রতিষ্ঠানের মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে বলে চিঠিতে জানানো হয়েছে।
নিজস্ব প্রতিবেদন: অনুব্রত মণ্ডলের 'নকুলদানা' বক্তব্যের জেরে তৃণমূল কমিশনকে চিঠি দিল নির্বাচন কমিশন। তাঁদের নেতার ওই মন্তব্যে নির্বাচন কমিশনের মতো প্রতিষ্ঠানের মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে বলে চিঠিতে জানানো হয়েছে।
এদিন চিঠিতে কমিশন জানিয়েছেন, আপনাদের নেতা অনুব্রত মণ্ডলের মন্তব্য লজ্জাজনক। তাঁর মন্তব্যে নির্বাচন কমিশনের মতো সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে।
লোকসভা নির্বাচন ঘোষণার পর নিজের মন্তব্যের জেরে ফের বিতর্কে জড়ান অনুব্রতম মণ্ডল। ভোটের আগে বিরোধীদের নকুলদানা খাওয়ানোর নিদান দেন তিনি। এই মন্তব্যের জেরে তাঁকে প্রথম শো কজ করে নির্বাচন কমিশন। জবাবে অনুব্রত বলেন, 'নির্বাচন কমিশনও নকুলদানা খায়।' সেই মন্তব্যের জেরে তাঁকে ফের শো-কজ করে কমিশন। নির্বাচন ঘোষণার পর থেকে মোট ৪ বার শো-কজ করা হয়েছে তাঁকে। এবার অনুব্রতকে সংযত হতে নির্দেশ দিয়ে সরাসরি তাঁর দলীয় নেতৃত্বকে চিঠি দিল কমিশন।
কংগ্রেসে যোগ দিলেন লক্ষ্মণ শেঠ, ভোটের ময়দানে নামছেন তমলুক থেকেই
প্রতি বারই ভোটের মুখে নানা ভাবে বিরোধীদের হুমকি দেওয়ার অভিযোগ ওঠে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে। পঞ্চায়েত নির্বাচন ২০১৩-র আগে তৃণমূল কর্মীদের বিরোধীদের বাড়িতে বোম মারার নির্দেশ দিয়েছিলেন তিনি। এমনকী পুলিস রুখে দাঁড়ালে পুলিসকে বোম মারতে বলেছিলেন অনুব্রত। তাঁর সেই বক্তব্য নিয়ে রাজ্য রাজনীতি সরগরম হয়ে ওঠে। গত বিধানসভা নির্বাচনের আগে তেমনই বিরোধীদের 'গুড়বাতাসা' খাওয়াতে বলে বিতর্কে জড়ান তিনি।