Egra Blast: ২০ বছর আগে কী ঘটেছিল ভানুর বাজি কারখানায়? এগরা বিস্ফোরণকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য!
বিস্ফোরণের পর থেকেই পলাতক কারখানার মালিক, বিস্ফোরণের ঘটনায় মূল অভিযুক্ত ভানু বাগ। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী, ওড়িশার দিকে পালিয়েছে ভানু বাগ। মূল অভিযুক্ত ভানু বাগ সক্রিয়ভাবে তৃণমূল করত বলে জানিয়েছেন তার মেজ ভাইয়ের স্ত্রী।
কমলাক্ষ ভট্টাচার্য: এগরায় বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনায় সামনে এল চাঞ্চল্যকর তথ্য। ভানু বাগের কারখানায় এই প্রথম নয়। এর আগেও একাধিকবার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুধু বিস্ফোরণ নয়, সেই বিস্ফোরণে একাধিকবার মৃত্যুর ঘটনাও ঘটেছে। এমনকি বছর ২০ আগে ভানুর নিজের ভাইয়ের মৃত্যুও হয় একইভাবে। কিন্তু তারপরেও বন্ধ হয়নি কারখানা। অভিযোগ, এলাকায় পাঁচ থেকে সাতটি গুদামে মজুত হত বাজি।
জানা গিয়েছে, গতকাল কারখানায় বাজির পরীক্ষা চলছিল। যখন বিস্ফোরণের ঘটনাটি ঘটে। কারখানায় শুধু বাজি নয়, হাতবোমাও তৈরি হত অভিযোগ। বিস্ফোরণের ঘটনায় ক্ষোভ উগরে দিয়েছেন মৃতের স্ত্রী, আত্মীয় থেকে এলাকার মানুষজন। কারখানা নিয়ে অভিযোগে সরব হয়েছেন ভানুর কারখানায় কাজ করা অতীতে বিস্ফোরণে আহত গ্রামবাসীরাও। এদিকে বিস্ফোরণের পর থেকেই পলাতক কারখানার মালিক, বিস্ফোরণের ঘটনায় মূল অভিযুক্ত ভানু বাগ।
যা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে? কীভাবে পালাল ভানু বাগ? প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী, ওড়িশার দিকে পালিয়েছে ভানু বাগ! উল্লেখ্য, ওড়িশা সীমান্ত ঘেঁসা ভানু বাগের বাড়িটি গ্রামের বাইরের দিকে। প্রসঙ্গত, মূল অভিযুক্ত ভানু বাগ সক্রিয়ভাবে তৃণমূল করত বলে জানিয়েছেন তার মেজ ভাইয়ের স্ত্রী। বছর ১৫ আগে তৃণমূলের হয়ে ভানু বাগ পঞ্চায়েত ভোটে জেতেন বলেও জানা গিয়েছে। এখন পঞ্চায়েত ভোটের আগে এই ঘটনা স্বাভাবিকভাবেই অস্বস্তি বাড়িয়েছে তৃণমূলের। ওদিকে এই ঘটনাকে হাতিয়ার করে শাসকদলকে বিঁধে ময়দানে নেমে পড়েছে বিরোধী শিবির।
মঙ্গলবার এগরায় এগরায় বাজি কারখানার বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯। নিহতদের মধ্যে ৫ জন মহিলা ও ৩ জন পুরুষ। বিস্ফোরণের পর কারখানার পাশের জমিতে ছড়িয়ে ছিটিয়ে পড়ে দেহাংশ। বাজি কারখানায় একের পর এক বিস্ফোরণে কেঁপে ওঠে এগরার খাদিকুল গ্রাম। বিস্ফোরণের দাপটে উড়ে যায় কারখানার ছাদ। মৃতদেহ ছিটকে গিয়ে পড়ে কয়েক মিটার দূরের পুকুরে। ঘটনায় সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিহতদের পরিবারকে আড়াই লক্ষ টাকা সাহায্য দেওয়ার কথাও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন, Ghatal: অষ্টমঙ্গলায় শ্বশুরবাড়ি গিয়ে বর হারাল বউ! স্বামী শেষে...