ভয়াভহ আগুন হলদিয়া ডকে, ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন
শহরে শুক্রবারের আগুন আতঙ্ক কাটতে না কাটতেই ফের আগুন আতঙ্ক ছড়াল শহরতলিতে। শনিবার সকালে হলদিয়া ডক কমপ্লেক্সের ১৩ নম্বর বার্থে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রেণে আনতে দমকলের দুটি ইঞ্জিন পৌঁছায় ঘটনাস্থলে।
নিজস্ব প্রতিবেদন: শহরে শুক্রবারের আগুন আতঙ্ক কাটতে না কাটতেই ফের আগুন আতঙ্ক ছড়াল শহরতলিতে। শনিবার সকালে হলদিয়া ডক কমপ্লেক্সের ১৩ নম্বর বার্থে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রেণে আনতে দমকলের দুটি ইঞ্জিন পৌঁছায় ঘটনাস্থলে।
আরও পড়ুন: উত্তরপাড়ায় তরুণীর অস্বাভাবিক মৃত্যু, আটক অভিযুক্ত স্বামী
এদিন প্রথমে ক্রেনে ভয়াবহ আগুন লাগে। তারপর পাশে থাকা ঝাহাজ ও অন্য বার্থের দিকে আগুন দ্রুত ছড়াতে থাকে। তবে আগুনের উৎস কোথা থেকে তা এখনও জানা যায়নি। প্রাথমিক তদন্তে অনুমান ক্রেনের ইঞ্জিন থেকেই শট সার্কিট হয়ে আগুন ছড়িয়েছে। এদিকে জাহাজের বার্থগুলি পণ্য বোঝাই থাকায় আতঙ্ক ছড়িয়েছে অনেক বেশি।
এখনও পর্যন্ত পাওয়া খবরে মোবাইল হার্বার ক্রেনটি আগুনে ভস্মীভূত হয়ে গিয়েছে। এই মুহূর্তে দমকলের ১০ ইঞ্জিনের তৎপরতায় আগুন নেভানোর কাজ চলছে। স্বাভাবিকভাবেই এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। শেষ পাওয়া খবরে আগুন এখনও নিয়ন্ত্রণে আনা যায়নি।