Malbazar: এ কার পায়ের ছাপ? এলাকায় বাঘ? ভয়ংকর আতঙ্কের আবহাওয়া, চারিদিকে চাঞ্চল্য...

Malbazar: উঠানে এক জায়গায় গর্ত করা হয়। সেখানে পাট অথবা বনের লচিতাবাঘের পর এবার হাতি মানাবাড়ি চাবাগানে। আর এতেই আতঙ্কিত মাল ব্লকের মানাবাড়ি চা বাগানের শ্রমিকেরা।

Updated By: Nov 7, 2024, 04:27 PM IST
Malbazar: এ কার পায়ের ছাপ? এলাকায় বাঘ? ভয়ংকর আতঙ্কের আবহাওয়া, চারিদিকে চাঞ্চল্য...

অরূপ বসাক: মালবাজার শহর-লাগোয়া চা-বাগান এলাকায় বাঘ দেখাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল। প্রসঙ্গত, জানা যায়, বৃহস্পতিবার সকালে চা-বাগান-সংলগ্ন এলাকায় এবং প্রাতঃভ্রমণে যাওয়া অনেকেই বড় আকারের একটি বাঘ দেখতে পান।

আরও পড়ুন: Sheikh Hasina: অত্যাশ্চর্য! ট্রাম্পের প্রত্যাবর্তনের পরে কি হাসিনাও ফিরছেন বাংলাদেশের ক্ষমতায়?

মূলত চা-বাগান এলাকাগুলিতে চিতা বাঘের আনাগোনা লেগেই থাকে। আর এদিন বড় আকারের একটি বাঘ দেখতে পেয়ে ভয়ে ভীত হয়ে পড়েছেন এলাকাবাসী। বাঘের পায়ের ছাপও এলাকায় দেখতে পাওয়া গিয়েছে। খবর পেয়েই ঘটনাস্থলে আসেন মালবাজার বন্যপ্রাণ শাখার কর্মীরা। মালবাজার বন্যপ্রাণ শাখা সূত্রে জানা গিয়েছে, এটি বড় আকারের একটি চিতা বাঘ!

ইতিমধ্যেই বন্যপ্রাণ বিভাগের উদ্যোগে এলাকায় নজরদারি শুরু করা হয়েছে। পাশাপাশি বাঘের পায়ের ছাপ সংগ্রহ করা হয়েছে। শঙ্খিনী চা-বাগানের যুবক অভিষেক মুন্ডা জানিয়েছেন, বড় আকারের একটি বাঘ দেখা গিয়েছে। এলাকার বাসিন্দাদের তাই সতর্ক করা হয়েছে।

আরও পড়ুন: Jagaddhatri Puja 2024: জানেন, বাংলায় কীভাবে শুরু জগদ্ধাত্রীপুজো? কার হাতে, কোন অলৌকিক ঘটনার মধ্যে দিয়ে?

অন্য দিকে, গত ২ নভেম্বরে মেটেলি ব্লকের বড় দিঘি চা-বাগানের তারে আটকে যায় একটি চিতাবাঘ। পরে বনকর্মীরা ঘুমপাড়ানি গুলি করে চিতাবাঘকে উদ্ধার করে। এই নিয়ে পরিবেশপ্রেমীরা সরব হয়েছিলেন। অবশেষে আজ চা-বাগানে লাগানো ওই তার খোলার কাজ শুরু করলেন বড় দিঘি চা-বাগান কর্তৃপক্ষ। খুশি পরিবেশপ্রেমীরা।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.