Partha Bhowmick Vs Arjun Singh: 'সোমনাথ শ্যাম খুন হলে অর্জুন সিং দায়ি থাকবে'!
Partha Bhowmick Vs Arjun Singh: 'সাহস থাকলে আমার নামে FIR করুক', পাল্টা হুঁশয়ারি বিজেপি নেতার। বললেন, 'সোমনাথ শ্য়ামকে অর্জুন সিং-কে মারতে হবে, ওই এলাকার মানুষ পিটিয়ে মেরে দেবে ওকে। যে রাস্তায় চলছে, গুন্ডাদেরকে প্রশয় দিচ্ছে'।
![Partha Bhowmick Vs Arjun Singh: 'সোমনাথ শ্যাম খুন হলে অর্জুন সিং দায়ি থাকবে'! Partha Bhowmick Vs Arjun Singh: 'সোমনাথ শ্যাম খুন হলে অর্জুন সিং দায়ি থাকবে'!](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2024/11/19/504836-shyamama.jpg)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সোমনাথ শ্যামকে খুনের ছক? অর্জুন সিং-কে নিশানা করে এবার বিস্ফোরক ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক। বললেন, 'সোমনাথ শ্যাম যদি মারা যায়, আমি প্রকাশ্যে বলছি এর পিছনে অর্জুন সিং দায়ী থাকবে'। 'সাহস থাকলে আমার নামে FIR করুক', পাল্টা হুঁশয়ারি বিজেপি নেতার।
জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম। পার্থের দাবি, 'আমি পুলিস-প্রশাসনকে জানিয়েছি। আমার কাছে খবর আছে যে, সোমনাথ শ্যামকে খুন করার জন্য বিহার থেকে গ্যাং-কে ভাড়া করা হয়েছে। আমি সোমনাথ শ্যাম ১৬৪ করে রাখতে। সোমনাথ শ্যাম যদি মারা যায়, আমি প্রকাশ্যে বলছি এর পিছনে অর্জুন সিং দায়ী থাকবে'।
সোমনাথ অবশ্য বলেন, 'আমি নিরাপত্তাহীনতায় ভুগছি না। কোনওরকম ভয় ডরও নেই। কিন্তু কিছু মানুষ আমাকে পথ থেকে সরিয়ে দিতে চাইছে। যাঁদের অসুবিধা হচ্ছে'। কাদের? সোজাসাপ্টা জবাব, 'প্রাক্তন সাংসদ অর্জুন। তিনি ছাড়া আমার তো কোনও শক্র নেই, ব্যারাকপুরের বুকে বলুন বা বাংলার বুকে বলুন'।
২০১৯ থেকে ২০১৪ পর্যন্ত ব্যারাকপুরের বিজেপি সাংসদ ছিলেন অর্জুন সিং। তাঁর পাল্টা দাবি, 'সোমনাথ শ্য়ামকে অর্জুন সিং-কে মারতে হবে, ওই এলাকার মানুষ পিটিয়ে মেরে দেবে ওকে। যে রাস্তায় চলছে, গুন্ডাদেরকে প্রশয় দিচ্ছে'।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)