Mamata Joyswal: 'সিপিএমের সঙ্গে যোগাযোগ নেই', তৃণমূলে যোগ দিচ্ছেন হাওড়ার প্রাক্তন মেয়র

২০১৩ সালে পুর নির্বাচনে তিনি পরাজিত হন। সে বছরই দীর্ঘদিনের বামেদের দখলে থাকা হাওড়া পুরসভা দখল করে নেয় তৃণমূল কংগ্রেস।

Updated By: Dec 8, 2021, 02:57 PM IST
Mamata Joyswal: 'সিপিএমের সঙ্গে যোগাযোগ নেই', তৃণমূলে যোগ দিচ্ছেন হাওড়ার প্রাক্তন মেয়র

নিজস্ব প্রতিবেদন: তৃণমূলে যোগ দিচ্ছেন হাওড়ার প্রাক্তন মেয়র মমতা জয়সওয়াল। আগামিকাল হাওড়ার শরৎ সদনে তৃণমূল কংগ্রেসের একটি বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে যোগদান করবেন মমতা জয়সওয়াল। এমনটাই খবর তৃণমূল সূত্রে।

দীর্ঘদিন সিপিআইএম জেলা কমিটির সদস্য ছিলেন মমতা জয়সওয়াল। ২০০৮ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত তিনি ছিলেন হাওড়া পুরসভার মেয়র। এর আগে তিনি দুবারের মেয়র পরিষদ ও একবারের বোরো চেয়ারম্যান ছিলেন।

২০১৩ সালে পুর নির্বাচনে তিনি পরাজিত হন। সে বছরই দীর্ঘদিনের বামেদের দখলে থাকা হাওড়া পুরসভা দখল করে নেয় তৃণমূল কংগ্রেস।

মমতা জয়সওয়াল জানান, গত পাঁচ বছর তাঁর সঙ্গে সিপিআইএম-এর কোনও যোগ নেই। দল ছেড়ে দিয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক কাজে তিনি অনুপ্রাণিত। সেই কারণে তৃণমূলে যোগ দেবার সিদ্ধান্ত নিয়েছেন।

Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.