কম নম্বর দিয়েছে স্কুল, মাধ্যমিকের ফল প্রকাশ হতেই তুমুল বিক্ষোভ পড়ুয়া-অভিভাবকদের
এদিন মাধ্যমিকের ফল প্রকাশের পরই স্কুলের গেটে জমা হতে থাকেন পড়ুয়া ও তাদের অভিভাবকরা
![কম নম্বর দিয়েছে স্কুল, মাধ্যমিকের ফল প্রকাশ হতেই তুমুল বিক্ষোভ পড়ুয়া-অভিভাবকদের কম নম্বর দিয়েছে স্কুল, মাধ্যমিকের ফল প্রকাশ হতেই তুমুল বিক্ষোভ পড়ুয়া-অভিভাবকদের](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2021/07/20/334142-5.gif)
নিজস্ব প্রতিবেদন: মঙ্গলবার প্রকাশিত হয়েছে এ বছরের মাধ্যমিকের ফলাফল। পাসের হার একশো শতাংশ। পরীক্ষা না দিয়েও বিপুল নম্বর পেয়েছে পরীক্ষার্থীরা। এনিয়ে কটাক্ষ শুরু হয়েছে নেট মাধ্যমে। তবে এর উল্টো ছবি দেখা গেল অশোকনগরে।
আরও পড়ুন-কোভিডের মাঝে জমায়েত করে পুলিসকে 'হুমকি', Suvendu-র বিরুদ্ধে একাধিক ধারায় মামলা
চারদিকে নম্বরের ছড়াছড়ি হলেও তাদের সন্তানদের কম নম্বর দেওয়া হয়েছে। এমন এক অভিযোগে অশোকনগরের গুমা নজরুলপল্লী বালিকা বালিকা উচ্চ বিদ্যালয়ে তুমুল বিক্ষোভ দেখালেন অভিভাবকরা। সঙ্গে ছিল পড়ুয়ারাও।
আরও পড়ুন-উচ্চ প্রাথমিকে চাকরিপ্রার্থীদের নিয়োগপত্র দেওয়ার উপরে নিষেধাজ্ঞা হাইকোর্টের
এদিন মাধ্যমিকের ফল প্রকাশের পরই স্কুলের গেটে জমা হতে থাকেন পড়ুয়া ও তাদের অভিভাবকরা। তাদের দাবি, পরীক্ষা হলে এর থেকে ভালো ফল হতে পারত। স্কুল ইচ্ছে করে কম নম্বর দিয়েছে। এই নম্বর নিয়ে কোনও ভালো স্কুলে ভর্তি হওয়া যাবে না। এই নম্বর পুনর্বিবেচনা করতে হবে।
(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)