Kalyani Shocker: মেলায় যাওয়া হল কাল! গ্যাস বেলুনের সিলিন্ডার ফেটে মৃত্যু যুবতীর, আহত অনেকেই...

Kalyani:  সেখানে একটি স্থানীয় ক্লাবের পাশে গ্যাস বেলুনের পসরা সাজিয়ে বিক্রি করছিল দুজন। কল্যাণী জেএনএম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে একজনের মৃত্যু হয়।

Updated By: Feb 23, 2025, 10:41 AM IST
Kalyani Shocker: মেলায় যাওয়া হল কাল! গ্যাস বেলুনের সিলিন্ডার ফেটে মৃত্যু যুবতীর, আহত অনেকেই...

বিশ্বজিৎ মিত্র: গ্যাস বেলুনের সিলিন্ডার ফেটে মৃত এক। ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। গুরুতর অবস্থায় চিকিৎসাধীন বাকিরা। সিলিন্ডার ফেটে মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনাটি ঘটেছে নদীয়ার কল্যানী থানার ঘোড়াগাছা এলাকায়। শনিবার রাত ১২টা নাগাদ এই দুর্ঘটনাটি ঘটে। জানা গিয়েছে, মৃত যুবতীর নাম মুসকান মন্ডল (২৪)। মৃত যুবতীর শাশুড়ি জানান, 'রাতে খাওয়া-দাওয়া করে বলল মা একটু মেলা থেকে ঘুরে আসছি। ঘরের পাশেই মেলা তাই একটু রাতে বেড়িয়েছিল।' পরিবার সূত্রে জানা গিয়েছে, মুসকানের একটি সন্তানও রয়েছে।   

আরও পড়ুন: ১৯ জেলায় বজ্রপাত ও ঝড়বৃষ্টি! বসন্তকে সরিয়ে আসরে নেমে-পড়া এই হঠাৎ-বর্ষায় কেন কয়েক ডিগ্রি কমছে তাপমাত্রা? 

পুলিস সূত্রে জানা গিয়েছে, ঘোড়াগাছা স্কুলের মাঠে মিলন মেলা চলছিল। সেখানে একটি স্থানীয় ক্লাবের পাশে গ্যাস বেলুনের পসরা সাজিয়ে বিক্রি করছিল দুজন। তখনই ঘটে বিপত্তি। বাড়ি থেকে মুসকান পরিবারের সঙ্গেই গিয়েছিল। ওই গ্যাস বেলুনের সিলিন্ডারের কাছে দাঁড়িয়ে ছিল সে। কেউ কিছু বুঝে ওঠার আগেই ঘটে যায় বিপত্তি। যদিও ওই সময় লোক কম থাকায় ক্ষতির পরিমাণ অনেক কম হয়েছে বলে জানাচ্ছে মেলা কর্তৃপক্ষ। ঘটনার পর মেলা বন্ধের নির্দেশ প্রশাসনের।   

আরও পড়ুন: গভীর রাতে মেলার মাঠে গ্যাস বেলুনের সিলিন্ডার ফেটে ভয়াবহ মৃত্যু!

সেই সময় হঠাৎ করে সিলিন্ডার ফেটে জখম হন চারজন। তাদেরকে কল্যাণী জেএনএম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে একজনের মৃত্যু হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আহত তিনজনের মধ্যে একজন বেলুন বিক্রেতা এবং তাঁর ভাই রয়েছেন। এছাড়াও রয়েছেন আরও একজন। এমন মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় রয়েছে শোকের ছায়া। গোটা ঘটনার তদন্ত করছে কল্যানী থানার পুলিস। 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.