Ghatal Sishumela 2024: শিশু মেলায় ১ কোটি ৪৯ লক্ষ টাকার ওপেন টেন্ডার! ভাগ-বাটোয়ারায় ভিড় নেতাদের, তুঙ্গে তরজা
পশ্চিম মেদিনীপুর জেলার অন্যতম মেলা হিসেবে পরিচিত ঘাটাল উৎসব ও শিশু মেলা এবার ১ কোটি ৪৯ লক্ষ টাকা টেন্ডার দিয়ে শুরু হয়েছে প্রস্তুতি।তবে টেন্ডার প্রক্রিয়ার পরেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
চম্পক দত্ত: ঘাটালের ঐতিহ্যবাহী ঘাটাল উৎসব ও শিশু মেলার ওপেন টেন্ডার হল ১ কোটি ৪৯ লক্ষ টাকা,টেন্ডার প্রক্রিয়ার পরই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। ঘাটালের ঐতিহ্যের মেলায় শাসকদলের নেতাদের ভিড় ভাগ বাটোয়ারার জন্য। মেলাকে রাজনীতিকরণের অভিযোগ তুলে সরব সিপিএম-বিজেপি।বিরোধীদের কথা গুরুত্ব দিতে নারাজ তৃণমূল। পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল শহরে ঘাটাল অরবিন্দ স্টেডিয়ামে আগামী ১৬ থেকে ২৫ শে জানুয়ারি শুরু হচ্ছে ৩৫ তম ঘাটাল উৎসব ও শিশু মেলা।
আরও পড়ুন, Agarpara: স্বামীকে না জানিয়েই বন্ধক, কুকীর্তি ঢাকতে নিজের বাড়িতেই ডাকাতি গৃহবধূর!
মেলা কমিটির সভাপতি ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস,চেয়ারম্যান তৃণমূলের ঘাটাল ব্লক সভাপতি দিলীপ মাজি, কার্যকরী সভাপতি ঘাটাল পৌরসভার চেয়ারম্যান তুহিন কান্তি বেড়া,যুগ্ম সাধারণ সম্পাদক ঘাটালের সাংসদ দীপক অধিকারী তথা দেব ও তৃণমূলের ঘাটাল সাংগঠনিক জেলার চেয়ারম্যান শঙ্কর দোলই। শিশুমেলা উপলক্ষে বৃহস্পতিবার মেলার মাঠ টেন্ডার হয়,টেন্ডারে মেলার মাঠ সহ লাইট মোট ১ কোটি ৪৯ লক্ষ টাকা ওঠে। পশ্চিম মেদিনীপুর জেলার অন্যতম মেলা হিসেবে পরিচিত ঘাটাল উৎসব ও শিশু মেলা এবার ১ কোটি ৪৯ লক্ষ টাকা টেন্ডার দিয়ে শুরু হয়েছে প্রস্তুতি।তবে টেন্ডার প্রক্রিয়ার পরেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
ঘাটাল উৎসব ও শিশু মেলাকে নিয়ে শাসকদলের কর্তৃত্ব ও মেলা কমিটির পদে শাসকদলের নেতাদের থাকা নিয়ে ঐতিহ্যের মেলায় রাজনীতিকরণের অভিযোগ তুলে সরব হয় বিরোধীরা। এবার মেলার টেন্ডারকে নিয়ে বিজেপি সিপিএম একযোগে শাসকদল তৃণমূলকে আক্রমণ শানিয়েছে। মেলা নিয়ে ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট বলেন, ঘাটালবাসীর গর্বের মেলা শিশুমেলা এখন আর নেই,এখন শুরু হয়েছে চোরেদের মেলা। তৃণমূল মানে চোর আর চোর মানে তৃণমূল।এই চোর নেতারা ঘাটালবাসীকে বারে বারে অপমান করছে,ঘাটাল বাসীর গর্বের মেলাকে চোরেদের মেলা তৈরি করেছে। আমরা প্রতিবারের মতো এবারও দেখছি ওপেন টেন্ডার হয়েছে ১ কোটি ৪৯ লক্ষ টাকা।
কিন্তু তার কোন হিসাব থাকবে না এভাবেই একাধিক ভাষায় তৃণমূলকে তীব্র কটাক্ষ করেছেন তিনি। অপরদিকে ঘাটালের সিপিআইএম নেতা রাজীব মহাপাত্রের দাবি, ঘাটালের শিশুমেলা বকলমে তৃণমূলের মেলায় পরিণত হয়েছ। প্রকাশ্যে আমরা দেখছি মেলার মঞ্চে তৃণমূল নেতাদের ভিড়, তৃণমূলের কে কত টাকা ভাগ বাটোয়ারা করবে তা নিয়ে দুই গোষ্ঠীর দ্বন্দ। কত টাকা টেন্ডার হল বড় কথা না মেলা পারপাশে কতো টাকা খরচ হবে আর কত টাকা নেতাদের পকেটে যাবে সেটা বড় বিষয়।
মেলার কমিটি গঠনকে ঘিরে দুই গোষ্ঠীর মধ্যে যে মারপিট হয়েছে প্রকাশ্য তা ঘাটালবাসীর কাছে লজ্জার। মেলার যুগ্ম সাধারণ সম্পাদক তথা তৃণমূলের ঘাটাল সাংগঠনিক জেলার চেয়ারম্যান শংকর দোলইয়ের দাবি, মেলায় স্বচ্ছতা রাখতে ওপেন টেন্ডার করা হয়েছে। উল্লেখ্য,এই মেলার কমিটি গঠনকে ঘিরে কিছুদিন আগে শাসকদলের গোষ্ঠী কোন্দল প্রকাশ্য চলে এসেছিল। তখন মেলা কমিটির পদ থেকে সাংসদ দেবের নাম বাদ দেওয়ার অভিযোগ উঠেছিল তৃণমূলেরই জেলা চেয়ারম্যান তথা ঘাটালের প্রাক্তন বিধায়ক শঙ্কর দোলইয়ের বিরুদ্ধে। এনিয়ে দুই পক্ষের অনুগামীদের মধ্যে হাতিহাতি থেকে মারপিট পর্যন্ত গড়ায় এবং কমিটি গঠনের বৈঠক ভেস্তেও গিয়েছিল।যদিও পরবর্তী সময়ে দেবকে কমিটির মধ্যে অন্তর্ভুক্তি করা হয়।
আরও পড়ুন, Parliament Security Breach: ছেলের নাম জড়িয়েছে সংসদ 'হামলায়', মুখে কুলুপ নীলাক্ষর বাবা-মায়ের!
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)