পণের দাবিতে খুন ১৯ বছর বয়সী গৃহবধূর, ধৃত স্বামী এবং ননদ
অভিযোগ, প্রায়সই টাকা গয়না চেয়ে অত্যাচার চালানো হত অর্পিতার ওপর। স্বামী ছাড়াও ননদ সাবিয়া বিবি ওরফে বাবলি ও নন্দাই সানোয়ার হোসেন গাজী তার উপর অত্যাচার চালাত বলে অভিযোগ ৷
নিজস্ব প্রতিবেদন: ২ লক্ষ টাকা পণের দায়ে গৃহবধুকে খুনের অভিযোগ উঠল শশুড়বাড়ির বিরুদ্ধে৷ ঘটনাটি ঘটেছে নরেন্দ্রপুর থানা এলাকায় রেনিয়ার প্রভাত পল্লী। মৃতার নাম অর্পিতা সেন। স্থানীয় সূত্রে খবর, শনিবার সকালে টাকা চেয়ে অর্পিতাকে মারধর শুরু করে তাঁর স্বামী, ননদ। প্রতিবেশীরা গিয়ে বাঁধা দেওয়া সাময়িক নিয়ন্ত্রেণে এলেও প্রতিবেশীরা তাঁরা চলে যাওয়ার পর ফের অত্যাচার শুরু হয়৷ মারধর চরমে পৌঁছালে মৃত্যু হয় গৃহবধূর। স্থানীয়বাসিন্দাদের দাবি দেহ লুকিয়ে ফেলার চেষ্টাও করে অর্পিতার শশুড়বাড়ির লোক।
আরও পড়ুন: অশান্তির জের, গৃহবধূকে পুড়িয়ে মারার অভিযোগ শ্বশুরবাড়ির বিরুদ্ধে
নরেন্দ্রপুর থানায় খুনের অভিযোগ দায়ের করেছে মৃতার পরিবারের ৷ গ্রেপ্তার স্বামী, ননদ ও নন্দাই ৷ অভিযুক্তদের বিরুদ্ধে ৪৯৮এ, ৩০৪বি, ৩৪ ধারায় মামলা রুজু করেছে পুলিস। ধৃতদের আগামীকাল বারুইপুর আদালতে পেশ করা হবে ৷ বছরখানেক আগেই বিয়ে হয় অর্পিতা ও সঞ্জয়ের। অভিযোগ, প্রায়সই টাকা গয়না চেয়ে অত্যাচার চালানো হত অর্পিতার ওপর। স্বামী ছাড়াও ননদ সাবিয়া বিবি ওরফে বাবলি ও নন্দাই সানোয়ার হোসেন গাজী তার উপর অত্যাচার চালাত বলে অভিযোগ ৷
ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে এলাকায়, সঞ্জয়ের বাড়ি ভাঙচুরের পাশাপাশি বাইকে আগুন লাগিয়ে দেয় উত্তেজিত জনতা।