কোচবিহারে ফের আক্রান্ত তৃণমূল কর্মী, রাস্তায় ফেলে মারধরে অভিযুক্ত বিজেপি
৪-৫টি বাইকে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা ঘটনাস্থলে এসে উপস্থিত হয় বলে অভিযোগ।
![কোচবিহারে ফের আক্রান্ত তৃণমূল কর্মী, রাস্তায় ফেলে মারধরে অভিযুক্ত বিজেপি কোচবিহারে ফের আক্রান্ত তৃণমূল কর্মী, রাস্তায় ফেলে মারধরে অভিযুক্ত বিজেপি](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2019/04/14/186716-tmc-bjp.jpg)
নিজস্ব প্রতিবেদন : স্পেশাল পুলিস অবজার্ভার বিবেক দুবে দাবি করেছিলেন প্রথম দফায় কোচবিহারে ভোট হয়েছে শান্তিপূর্ণ। বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া বড় কোনও অশান্তি ঘটেনি বলে রিপোর্ট দিয়েছিল কমিশনও। কিন্তু ভোট মিটতেই সামনে আসছে একের পর এক হিংসার ঘটনা। শুক্রবার রাতে কোচবিহারের মাথাভাঙায় খুন হন এক তৃণমূল কর্মী। এবার দিনহাটায় ফের তৃণমূল কর্মীর আক্রান্ত হওয়ার ঘটনা সামনে এল।
দিনহাটার পুঁটিমারি ১ নম্বর অঞ্চলের কোয়ালিদহগর এলাকায় এক তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ উঠেছে। আহত তৃণমূল কর্মীর নাম শঙ্কর রায়। গুরুতর আহত অবস্থায় বর্তমানে শঙ্কর রায় দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।
আরও পড়ুন, ভাতাড়ে বাড়ি ঢুকে গুলি বিজেপি নেতাকে, কাঠগড়ায় তৃণমূল
হামলার ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে বিজেপির দিকে। বিজেপি আশ্রিত দুষ্কৃতীরাই মারধর করে বলে অভিযোগ। জানা গিয়েছে, স্থানীয় একটি মেলায় গিয়েছিলেন শঙ্কর রায়। অভিযোগ, মেলা থেকে ফেরার সময় বিমল মোহন্ত নামে এক বিজেপি কর্মীর সঙ্গে দেখা হয় শঙ্কর রায়ের। কথা কাটাকাটি থেকে বচসায় জড়িয়ে পড়েন দুজনে।
আরও পড়ুন, রামনবমীতে উর্দি পরে লাঠিখেলায় 'মত্ত' পুলিসকর্মী!
এরপরই ৪-৫টি বাইকে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা ঘটনাস্থলে এসে উপস্থিত হয় বলে অভিযোগ। আর তারপরই শঙ্কর রায়কে রাস্তায় ফেলে শুরু হয় বেধড়ক মার। মারের চোটে গুরুতর আহত হন শঙ্কর রায়। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।