কর্পোরেট অফিসের নিয়ম এবার রাজ্য সরকারি কর্মীদের জন্য

আইএএস অফিসার থেকে সাধারণ কর্মচারী সকলের জন্য চালু হচ্ছে ইউনিফর্ম  E-সার্ভিস বুক।

Updated By: Dec 2, 2019, 09:58 PM IST
কর্পোরেট অফিসের নিয়ম এবার রাজ্য সরকারি কর্মীদের জন্য

নিজস্ব প্রতিবেদন : অগোছালো, অপেশাদার মনোভাব আর নয়। কর্পোরেট হচ্ছে রাজ্য সরকার। বেসরকারি অফিসের ধাঁচে এবার থেকে রাজ্য সরকারি কর্মীদের জন্য চালু  হচ্ছে HRMS বা হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট সিস্টেম।

আরও পড়ুন - আইনশৃঙ্খলা নিয়ে বৈঠকে মুখ্যমন্ত্রীর রোষে চার পুলিস সুপার

আইএএস অফিসার থেকে সাধারণ কর্মচারী সকলের জন্য চালু হচ্ছে ইউনিফর্ম  E-সার্ভিস বুক। কাগজের সার্ভিস-বুক নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা বেশি। তাতে অবসরের পর ভোগান্তিও বাড়ে। পেনশন পেতেও ঝক্কি পোহাতে হয় সরকারি কর্মীদের। সে কথা মাথায় রেখেই এবার ডিজিটাইজেশনে জোর।

আরও পড়ুন - রাজ্যজুড়ে ডেঙ্গির প্রকোপ! সরানো হল স্বাস্থ্য সচিব সঙ্ঘমিত্রা ঘোষকে, দায়িত্বে বিবেক কুমার

এবার থেকে ছুটির দরখাস্তও করতে হবে অন লাইন HRMS-এর মাধ্যমে। ২০২০ সালের জানুয়ারি মাস থেকেই নয়া কর্পোরেট ব্যবস্থা চালু করছে রাজ্য সরকার।

.