RG Kar Case: সন্দীপ ঘোষদের 'বেআইনিভাবে আটকে রাখা'! গুরুত্বই দিল না হাইকোর্ট...
Sandip Ghosh: সন্দীপ ঘোষদের বেআইনিভাবে আটকে রাখার অভিযোগ গুরুত্ব পেল না কলকাতা হাইকোর্টে। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের পর্যবেক্ষণ, ৭ অক্টোবর নিম্ন আদালতের নির্দেশ অনুযায়ী ২১ অক্টোবর ওই আদালতে তাদের হাজির করার কথা ছিল।
অর্ণবাংশু নিয়োগী: আরজি করের দুর্নীতি মামলায় ধৃত সন্দীপ ঘোষদের বেআইনিভাবে আটকে রাখার অভিযোগ গুরুত্ব পেল না কলকাতা হাইকোর্টে। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের পর্যবেক্ষণ, ৭ অক্টোবর নিম্ন আদালতের নির্দেশ অনুযায়ী ২১ অক্টোবর ওই আদালতে তাদের হাজির করার কথা ছিল। সিবিআই স্পেশাল কোর্টের এক্তিয়ার আছে প্রয়োজনীয় পদক্ষেপ করার। স্পেশাল সিবিআই কোর্টের নির্দেশ অনুযায়ী তাদের হাজির যদি না করা হয় সেক্ষেত্রে ওই রায় চ্যালেঞ্জ করে সংশ্লিষ্ট জায়গায় আবেদন করতে হবে।
আরও পড়ুন, RG Kar: আবার সেই আরজি কর! হস্টেলের ঘরে এবার আত্মহত্যার চেষ্টা নার্সিং পড়ুয়ার...
আইনজীবীদের বক্তব্য, এই ক্ষেত্রে রায়ের রিভিশন চাওয়া যেতে পারে। কিন্তু প্রাথমিকভাবে কোনও অনৈতিক দেখছে না হাইকোর্ট। ৭ অক্টোবর নিম্ন আদালতের নির্দেশ ছিল ২১ অক্টোবর এই মামলায় আদালতে হাজির করাতে হবে সন্দীপ ঘোষ এবং এই মামলায় অন্যান্য অভিযুক্তদের। কিন্তু তা করা হয়নি। এই প্রসঙ্গে সিবিআই-এর তরফে স্পেশাল সিবিআই কোর্টের অনুমতি নেওয়া হয়েছিল।
নিম্ন আদালতে জামিনের আবেদন খারিজ হয়েছিল সন্দীপ ঘোষ সহ অন্যদের। কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন সন্দীপ ঘোষরা। বেআইনি ভাবে আটকে রাখার অভিযোগ করা হয়েছিল। কিন্তু সেই অভিযোগ গুরুত্ব পেল না হাইকোটে।
আরও পড়ুন, RG Kar Incident: 'অভিযুক্ত একজন-ই'! সোম থেকে শিয়ালদহ কোর্টে শুরু আরজি করকাণ্ডের বিচারপর্ব...
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)