স্ত্রীকে মেরে হাইওয়েতে ফেলে উধাও স্বামী, গাড়িতে রক্তের দাগেই পর্দাফাঁস নাকা চেকিং-এ
ডিউটিতে সতর্ক পুলিস টিমকে পুরস্কৃত করবেন পুলিস সুপার কামনাশীষ সেন।
![স্ত্রীকে মেরে হাইওয়েতে ফেলে উধাও স্বামী, গাড়িতে রক্তের দাগেই পর্দাফাঁস নাকা চেকিং-এ স্ত্রীকে মেরে হাইওয়েতে ফেলে উধাও স্বামী, গাড়িতে রক্তের দাগেই পর্দাফাঁস নাকা চেকিং-এ](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2021/02/26/308311-murder.jpg)
নিজস্ব প্রতিবেদন: কলকাতার প্রগতি ময়দান থানাতে পাওয়া পরিচয়হীন মহিলার মৃতদেহের জট খুলল জীবনতলা থানার নাইট নাকা চেকিং-এ। জীবনতলা থানার সরবেরিয়াতে রাতের নাকা তল্লাসির সময়ে একটি গাড়ির সিটে রক্ত দেখতে পায় পুলিস।
গাড়ির সীটে রক্তের দাগ দেখে জিজ্ঞাসাবাদ করতেই সামনে আসে তথ্য। পালাতে চেষ্টা করলে গাড়িটি আটক করে পুলিস। মৃতার স্বামীকে আটক করা হয়েছে। জেরায় খুনের কথা স্বীকারও করেছেন মৃতার স্বামী। ডিউটিতে সতর্ক পুলিস টিমকে পুরস্কৃত করবেন পুলিস সুপার কামনাশীষ সেন।
আরও পড়ুন: বাড়ির সামনে প্রৌঢ়কে কুপিয়ে খুন, পুরনো শত্রুতার জের? ঘটনা ভাবাচ্ছে তদন্তকারীদের
গতকাল বাসন্তী হাইওয়ে থেকে মহিলার রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্যা ছড়ায়। শুক্রবার ভোরে বাসন্তী হাইওয়ের কয়লাডিপোর কাছে দেহটি পড়ে থাকতে দেখা যায়। দেহ ঘিরে চাঞ্চল্য ছড়ায় স্থানীয়দে মধ্যে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় প্রগতি ময়দান থানার পুলিস।
মহিলার মাথায় ও দেহের অন্যান্য জায়গায় একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছিল। প্রাথমিক তদন্তে পুলিসের অনুমান করে, এটি খুন। যদিও দুর্ঘটনার জেরেও এই ঘটনা ঘটতে পারে বলে সন্দেহ ছিল। ঘটনার তদন্ত শুরু করে পুলিস। মহিলার পরিচয় জানার চেষ্টা শুরু হয়, এরপরেই নাকা চেকিং-এ তথ্য সামনে আসে।