রাজ্য চাইলে ১৫ অক্টোবর থেকেই খুলতে পারে স্কুল, নির্দেশিকা কেন্দ্রের
কেমন হবে বিধি? জানানো হয়েছে, অভিভাবকের লিখিত অনুমতি পেলে তবেই স্কুলে যাবে ছাত্রছাত্রীরা। এ ছাড়াও নির্দেশিকা অনুযায়ী সব ক্লাস একদিনে, একসঙ্গে নয়, ঘুরিয়ে ফিরিয়ে করতে হবে।
নিজস্ব প্রতিবেদন: নিউ নর্মালে খুলতে চলেছে স্কুল। শিক্ষামন্ত্রকের নির্দেশিকা বলছে, রাজ্য চাইলে ১৫ অক্টোবর থেকে খুলতে পারে স্কুল। কিন্তু কেমন হবে বিধি? জানানো হয়েছে, অভিভাবকের লিখিত অনুমতি পেলে তবেই স্কুলে যাবে ছাত্রছাত্রীরা। এ ছাড়াও নির্দেশিকা অনুযায়ী সব ক্লাস একদিনে, একসঙ্গে নয়, ঘুরিয়ে ফিরিয়ে করতে হবে।
আরও পড়ুন: বিশ্বের প্রতি ১০ জনে এক জন করোনা আক্রান্ত, বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা
স্কুল খোলার আগে পুরো স্কুল চত্বর স্যানিটাইজ করতে হবে। স্কুলের সবকটি গেটে স্যানিটাইজেশনের ব্যবস্থা রাখতে হবে। হস্টেলের ঘর ও হস্টেল চত্বর জীবাণুমুক্ত করতে হবে। ক্লাসে অন্তত ৬ ফুট দূরত্বে বসার ব্যবস্থা করতে হবে। স্কুলে সবসময় মাস্ক পরে থাকতে হবে। স্কুলে হাজিরায় কোনও নিয়ম থাকবে না।
স্কুল খুললেও অনলাইন ক্লাসের ওপর জোর দিতে হবে। স্কুল খোলার তিন সপ্তাহ পর্যন্ত কোনও পরীক্ষা নেওয়া যাবে না। প্রয়োজনে শিক্ষাবর্ষ নিয়ে নতুন করে ভাবনাচিন্তা করতে হবে। মিড ডে মিল দেওয়ার ক্ষেত্রে সবরকম স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।