মুদির দোকানে চাল-ডাল বিক্রির আড়ালেই চলত আসল ব্যবসা
দীর্ঘদিন ধরে অভিযোগ উঠছিল, কোথাও মুদির দোকানে,কোথাও চায়ের অথবা বিভিন্ন হোটেলে বিভিন্ন খাবার বিক্রি করার পাশাপাশি চলত অন্য কাজ
নিজস্ব প্রতিবেদন: মুদির দোকান-চাল, ডাল, নুন বিকোয় সেখানে। আপাত দৃষ্টিতে দেখে কিছু আঁচ করার কোনও সম্ভাবনাও নেই। অন্যটি আবার চায়ের দোকান। তাতে দিনের বেশিরভাগ সময়ই বসে আড্ডা মারেন স্থানীয় যুবকরা। কিন্তু সেই মুদি দোকান কিংবা চায়ের দোকানের আড়ালেই যে কী চলত, তা টের পেয়েছিল পুলিস। গোপন সুত্রে খবর পেয়ে বৃহস্পতিবার মালবাজার মহকুমার নাগরাকাটা ব্লকের বিভিন্ন দোকান থেকে মনিপুর ও ভুটান থেকে আসা অবৈধ মদ বাজোয়াপ্ত করল পুলিস।
দীর্ঘদিন ধরে অভিযোগ উঠছিল, কোথাও মুদির দোকানে,কোথাও চায়ের অথবা বিভিন্ন হোটেলে বিভিন্ন খাবার বিক্রি করার পাশাপাশি আড়ালে মদও বিক্রি করা হচ্ছে। ওই মদ মূলত মনিপুর ও ভুটান থেকে নিয়ে এসে অবৈধভাবে বিক্রি করা হত।
আরও পড়ুন: জলে নয়, বালি খুঁড়লেই মিলছে রুই মাছ! ওজন আবার ৫০০ গ্রাম...
বৃহস্পতিবার সকালে নাগরাকাটা থানার ওসি সৈকত ভদ্রের নেতৃত্বে ওই সব দোকানে তল্লাশি চালায় পুলিস। ৫০ কার্টুন মদ বাজেয়াপ্ত করা হয়েছে, যার আনুমানিক বাজার মূল্য কয়েক লক্ষ টাকা। কর ফাঁকি দিয়ে নাগরাকাটার বহু দোকানে ঐ অবৈধ মদের ব্যাবসা চলছিল।