বাড়ির বিবাদ, ৬০ বছরের বৃদ্ধা ৪ দিন তালাবন্দি করে রাখল পুলিস!

বাড়ি নিয়ে বিবাদ। প্রাক্তন স্বামীর বাড়িতে ৪ দিন ধরে তালাবন্দি স্ত্রী। বারুইপুরের পঞ্চানন পাড়ার ঘটনা। জানা গিয়েছে, বাড়ি নিয়ে স্বামী-স্ত্রীর দীর্ঘদিনের বিবাদ। এ নিয়ে মামলা চলছে আদালতেও। অভিযোগ, আদালতের নির্দেশে বাড়ির দখল নিতে গিয়ে ৬০ বছরের বৃদ্ধাকে বাড়ির মধ্যে তালাবন্দি করেছে বারুইপুর থানার পুলিস। অসিত দে এবং তাঁর স্ত্রী সুমিতার মধ্যে বছর আটেক আগে বিবাহবিচ্ছেদ হয়। কিছুতেই বাড়ি ছাড়তে রাজি হননি সুমিতাদেবী। 

Updated By: May 5, 2017, 05:54 PM IST
বাড়ির বিবাদ, ৬০ বছরের বৃদ্ধা ৪ দিন তালাবন্দি করে রাখল পুলিস!

ওয়েব ডেস্ক: বাড়ি নিয়ে বিবাদ। প্রাক্তন স্বামীর বাড়িতে ৪ দিন ধরে তালাবন্দি স্ত্রী। বারুইপুরের পঞ্চানন পাড়ার ঘটনা। জানা গিয়েছে, বাড়ি নিয়ে স্বামী-স্ত্রীর দীর্ঘদিনের বিবাদ। এ নিয়ে মামলা চলছে আদালতেও। অভিযোগ, আদালতের নির্দেশে বাড়ির দখল নিতে গিয়ে ৬০ বছরের বৃদ্ধাকে বাড়ির মধ্যে তালাবন্দি করেছে বারুইপুর থানার পুলিস। অসিত দে এবং তাঁর স্ত্রী সুমিতার মধ্যে বছর আটেক আগে বিবাহবিচ্ছেদ হয়। কিছুতেই বাড়ি ছাড়তে রাজি হননি সুমিতাদেবী। 

অভিযোগ, অসিতবাবু চান বাড়ি প্রোমোটারকে দিতে। পঞ্চানন পাড়ার বাড়ির মালিকানা নিয়ে মামলা গড়ায় আদালতে। অভিযোগ, বিতাড়িত হন অসিত দে। তাঁর দাবি, সম্প্রতি আদালতের রায় তাঁর দিকেই গিয়েছে। তাই তিনি বাড়িতে থাকতে গিয়েছিলেন। কিন্তু প্রাক্তন স্ত্রী তাঁকে ঢুকতে দেননি। এদিকে ওই বৃদ্ধার বক্তব্য, দিন চারেক আগে পুলিসকে সঙ্গে নিয়ে বাড়িতে আসেন অসিতবাবু। তখন কোনও মহিলা কনস্টেবল ছিলেন না। তাই বৃদ্ধাকে তাঁরা টানা হেঁচড়ার ঝুঁকি নেননি। বৃদ্ধা বাড়ি থেকে বেরোতে না চাইলে বাড়ির মধ্যে তাঁকে তালাবন্দি করে চলে যান পুলিসকর্মীরা। পুলিসের এমন আচরণে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। 

.