জলপাইগুড়িতে মুকুলের উপস্থিতিতে বিজেপিতে যোগ দেবেন আইনজীবীরা, দাবি গেরুয়া শিবিরের
মুকুলের হাত ধরে দলবদল করবেন আইনজীবীরা।
নিজস্ব প্রতিবেদন: জেলায় জেলায় ঘুরছেন মুকুল রায়। আগামী ২৮ ডিসেম্বর জলপাইগুড়িতে যাবেন এই বিজেপি নেতা। ওই দিন জেলার আইনজীবীদের একটি বড় অংশ বিজেপিতে যোগদান করবে বলে দাবি করল গেরুয়া শিবির।
সোমবার অর্থাত্ আজ পুরুলিয়ায় সভা করেন মুকুল রায়। ফের তৃণমূলের বিরুদ্ধে তোপ দাগেন তিনি। বিজেপির সভায় বেশ ভিড় হয়েছিল। মুকুল রায়কে নিয়ে ইতিমধ্যেই উত্সাহিত জলপাইগুড়ির বিজেপি নেতৃত্ব। জেলার প্রধান অফিসে ভিড় জমাচ্ছেন ছোট বড় নেতা। বিজেপির উত্তরবঙ্গ কো অর্ডিনেটর দীপেন প্রামাণিক বলেন,''মুকুল রায়ের সফরের দিন তৃণমূলপন্থী প্রায় ৩০জন আইনজীবী সদস্যপদ নেবেন। খুব শীঘ্রই বিজেপি তে যোগদান করবেন ২০০ জন আইনজীবী।
আরও পড়ুন- কার ভোট কেটে সবংয়ে শ্রীবৃদ্ধি হল বিজেপির?
কংগ্রেস নেতা ও আইনজীবী গৌতম পাল বলেন, ''আমি ও আমার সহকর্মীরা বিজেপি তে যোগদান করব।'' বিজেপির দাবি উড়িয়ে দিয়েছেন তৃণমূলের আইনজীবী সেলের সম্পাদক গৌতম দাস। তাঁর বক্তব্য, ''শুনেছি কংগ্রেস থেকে কয়েকজন বিজেপিতে যাচ্ছে। তবে আমাদের দল থেকে বিজেপিতে যাওয়ার খবর ডাহা মিথ্যা।''
আরও পড়ুন- সবং উপনির্বাচনে দ্বিতীয় স্থানে সিপিএম, বিপুল ভোট বাড়ল বিজেপির