উত্তরকন্যা অভিযানে বিজেপি (BJP) কর্মীর মৃত্যু, পুলিসের বিরুদ্ধে FIR হবে : কৈলাস (Kailash Vijayvargiya)

শিলিগুড়ির ঘটনার প্রতিবাদে আগামিকাল মঙ্গলবার ১২ ঘণ্টার উত্তরবঙ্গ বনধের ডাক দিয়েছে বিজেপি।

Updated By: Dec 7, 2020, 07:39 PM IST
উত্তরকন্যা অভিযানে বিজেপি (BJP) কর্মীর মৃত্যু, পুলিসের বিরুদ্ধে FIR হবে : কৈলাস (Kailash Vijayvargiya)

নিজস্ব প্রতিবেদন : উত্তরকন্যা অভিযানে বিজেপি কর্মীর মৃত্যু ঘিরে তোলপাড় রাজনৈতিক মহল। বিজেপির দাবি, পুলিসের লাঠিতে নয়, বিজেপি কর্মীর মৃত্য়ু  হয়েছে গুলিতে। এই ঘটনায় পুলিসের বিরুদ্ধে FIR হবে বলে জানিয়েছেন বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়।

এদিন বিজেপির উত্তরকন্যা অভিযান ঘিরে ধুন্ধুমার বাধে শিলিগুড়িতে। পুলিস-বিজেপি খণ্ডযুদ্ধে এক বিজেপি কর্মীর মৃত্যুর অভিযোগ ওঠে। বিজেপি জানিয়েছে, পুলিসি হামলার কারণেই মৃত্যু হয়েছে গজলডোবা এলাকার বাসিন্দা উলেন রায়ের।  বিজেপির দাবি, তাঁদের ৪০ জন কর্মী আহত হয়েছেন। ১৫ জন হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন। যাঁদের প্রত্যেকের গায়ে গুলির দাগ রয়েছে। তাঁদের আরও দাবি, আহতদের মধ্যে দুজনের অবস্থা খুবই গুরুতর। আহতদের দেখতে এদিন হাসপাতালে যান দিলীপ ঘোষ ও কৈলাস বিজয়বর্গীয়।

পরে কৈলাস বিজয়বর্গীয় জানান, পুলিসের বিরুদ্ধে এফআইআর হবে। এদিকে দিলীপ ঘোষের বক্তব্য, উলেন রায়ের মৃত্যুর কারণ ছররা গুলি। যদিও কৈলাস বিজয়বর্গীয় বলেন, আসলে ওটি রবার বুলেট। তবে বিজেপির সমস্ত অভিযোগ অস্বীকার করে প্রশাসনের দাবি, পুলিসের মারে মৃত্যু হয়নি ওই ব্যক্তির। কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, তা ময়নাতদন্তের পরই স্পষ্ট হবে। অন্য়দিকে শিলিগুড়ির ঘটনার প্রতিবাদে আগামিকাল মঙ্গলবার ১২ ঘণ্টার উত্তরবঙ্গ বনধের ডাক দিয়েছে বিজেপি।

আরও পড়ুন, উত্তরকন্যা অভিযানে পুলিসের লাঠি চার্জ, রাজ্যের বহু জায়গায় বিজেপি সমর্থকদের রাস্তা অবরোধ

CPIM, কংগ্রেস, BJP ৩ ভাই, রক্ষক-ভক্ষক-তক্ষক : Mamata Banerjee

.