West Bengal News LIVE Update: সঞ্জয় রায়ের ফাঁসির আর্জি রাজ্যের, শুনানি শুরু কলকাতা হাইকোর্টে

LIVE Update: ঝাড়খন্ডের দলমা সংলগ্ন জঙ্গলে উদ্ধার হয়েছে পায়ের ছাপ। ঝাড়খন্ড বন বিভাগ সূত্রে খবর, ঘাটশিলা বনাঞ্চলেই বাঘের অবস্থান থাকতে পারে

Last Updated: Wednesday, January 22, 2025 - 11:04
West Bengal News LIVE Update: সঞ্জয় রায়ের ফাঁসির আর্জি রাজ্যের, শুনানি শুরু কলকাতা হাইকোর্টে

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে। দেখতে থাকুন, LIVE UPDATES

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল) 

22 January 2025, 11:00 AM

R G Kar Case: আরজি কর মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত সঞ্জয় রায়ের ফাঁসির দাবিতে কলকাতা হাইকোর্টে আবেদন করেছিল রাজ্য। সেই মামলার শুনানি শুরু হয়েছে। বিচারপতি দেবাংশু বসাকের এজলাসে শুনানি চলছে। রাজ্যের আইনজীবীকে বিচারপতিকে প্রশ্ন, পরিবার কি জানে এই মমালা দায়ের হয়েছে? সিবিআই চাইলে নিজেদের মতো আবেদন করতে পারে।

22 January 2025, 09:00 AM

Baracpore: রাস্তায় ফেলে মারধর মহিলাকে। অপমানে  আত্মঘাতী মহিলা। ঘটনাটি ঘটেছে নিউ ব্যারাকপুর পৌরসভা সাত নম্বর ওয়ার্ডে। পরিবারের অভিযোগ-জমি দখলকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে অনুপমা সরকারকে হুমকি দেয় মমতা সরকার, বিপ্রদাস বসু-সহ বেশ কয়েকজন । গতকাল রাতে সেই বচসা পৌঁছে যায় চরম পর্যায়ে। প্রকাশ্যে রাস্তায় মহিলাকে ফেলে অর্ধনগ্ন করে, মারধরও করা হয় এর পর বাড়িতে আত্মঘাতি হন সেই মহিলা।
আত্মঘাতী হওয়ার আগে  সুইসাইড নোটে লিখে যান  তাদের নাম।

 

22 January 2025, 08:45 AM

Budge Budge: বজবজ পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের নস্কর পাড়ার বাসিন্দা, যোধপুর পার্ক বয়েস স্কুলের দশম শ্রেণীর ছাত্র সুস্মিত নস্করের আন্তর্জাতিক স্তরে এই নিয়ে স্বর্ণপদকের সংখ্যা দুই। যার একটি অনুষ্ঠিত হয়েছিল ২০২৪ সালের ডিসেম্বর মাসে "ইউনিভার্সাল যোগা স্পোর্টস ফেডারেশনে"র উদ্যোগে,, বিশাখাপত্তনমে।সেখানে যোগা বিশ্বকাপে (WORLD CUP)। ১৪ থেকে ১৭ বছর বয়সী ইভেন্টের একটিতেই অংশগ্রহণ করে পায় স্বর্ণপদক এবং অপরটি পায় সিঙ্গাপুরে ৬ থেকে আটই জানুয়ারি অনুষ্ঠিত হওয়া "এশিয়া যোগা ফেডারেশনের উদ্যোগে",,, দশম তম এশিয়া কাপে। মোট বারোটি দেশের ৫০ জন প্রতিযোগীদের মধ্যে সুস্মিত যোগা ট্র্যাডিশনালে পায় স্বর্ণপদক, এ ছাড়াও আর্টিস্টিক সোলোতে একটি রুপোর পদক এবং যৌথভাবে আরো একটি রুপোর এবং একটি ব্রোঞ্জ পদক পায়। জাতীয় স্তরের পুরস্কারের সংখ্যাটাও প্রায় অনেক। ডিস্ট্রিক্ট, স্টেট এবং জাতীয় স্তরে কৃতকার্য হয়ে আন্তর্জাতিক স্তরেও সে তার সুনাম অক্ষত রেখেছে। সাত বছর বয়স থেকেই যোগের প্রতি টান সুস্মিতের। বাবা স্বপন নস্কর প্রাইভেট ফার্মে কর্মরত হওয়ায় প্রতিযোগিতায় অংশগ্রহণ করবার জন্য প্রায় বারবারই আর্থিক সমস্যার মধ্যে পড়তে হয় সুস্মিতের পরিবারকে। তাই পরিবারের আবেদন সুহৃদয় কোন ব্যক্তি বা সংস্থা তাদের যদি সাহায্যের হাত বাড়িয়ে দেয়। তবে এই মর্মে বজবজ বিধানসভার তৃণমূল বিধায়ক অশোকদেব এবং পৌরসভার চেয়ারম্যান গৌতম দাশগুপ্তের নাম উল্লেখ করতে ভোলেন নি। পরিবার জানিয়েছে বিধায়ক এবং গৌতম বাবু নানাভাবে এই পরিবারকে সাহায্য করেছে। যোগ এবং পড়াশোনা ছাড়াও সুস্মিতের আঁকতে ভালো লাগে। তবে বর্তমানে সময়ের অভাবে তা আর হয়ে ওঠে না। সুস্মিত নস্কর আন্তর্জাতিক স্তরে ভারতবর্ষের নাম উজ্জ্বল করায় গর্বিত তার পরিবার, গর্বিত সমগ্র বজবজের আপামর জনগণ।

 

22 January 2025, 08:45 AM

Nadia: আবারো ভয়াবহ পথ দুর্ঘটনা ১২ নম্বর জাতীয় সড়কে। সকালের ঘন কুয়াশার জেরে, ভয়াবহ পথ দুর্ঘটনা নিহত হলেন এক ব্যক্তি। বুধবার সকাল আনুমানিক সাড়ে ছটা নাগাদ শান্তিপুর থানার গোবিন্দপুর ১২ নম্বর জাতীয় সড়কের ভয়াবহ পথ দুর্ঘটনায় নিহত হলেন এক ব্যক্তি। আহত দুই ব্যক্তিকে নিয়ে যাওয়া হয়েছে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে । স্থানীয় সূত্রে জানা গিয়েছে প্রতিদিনের মতোই দিগনগর বাসিন্দা মাছ ব্যবসায়ী কাশেম দফাদার গোবিন্দপুর মাছের আড়ৎ থেকে মাছ নিয়ে দিগনগরের দিকে যাচ্ছিলেন তখনই উল্টো দিক থেকে একটি বালি বোঝাই ডাম্পার এসে সজোরে ধাক্কা মারলে ঘটনাস্থলেই কাশেম দফাদার নামে মাছ ব্যবসায়ী প্রাণ হারান । এবং টোটো তে থাকা আরও দুজন আহত, ঘটনাস্থলে দুমড়ে মুছড়ে গিয়েছে টোটো । তড়িঘড়ি পৌঁছায় শান্তিপুর থানা ও রানাঘাট পুলিশ জেলার একাধিক উচ্চপদস্থ আধিকারিকরা । দুর্ঘটনার পরে দীর্ঘক্ষন অবরুদ্ধ হয়ে পড়ে ১২ নম্বর জাতীয় সড়ক । আর এই ঘটনায় পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।

 

22 January 2025, 08:30 AM

Partho Chatterjee: পার্থ চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থা স্থিতিশীল। শ্বাসকষ্টের উপসর্গ নিয়ে সোমবার সন্ধ্যায় তাঁকে হাসপাতালে আনার পর গতকাল ইসিজি এবং ইকোকার্ডিওগ্রাম করা হয়। আজ টেস্ট রিপোর্ট পর্যালোচনা করবে মেডিক্যাল বোর্ড। সোমবার ভর্তির পর প্রাথমিকভাবে অক্সিজেন দিতে হলেও এখন ভাল আছেন প্রাক্তন মন্ত্রী। গতকাল সন্ধ্যার পর বাইরে থেকে অক্সিজেন ছাড়াই দেহে অক্সিজেনের মাত্রা স্বাভাবিক। তাও তাকে অন্ততঃ আরো ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণে রাখার প্রয়োজন আছে বলে মনে করছেন মাল্টি ডিসিপ্লিনারি মেডিক্যাল বোর্ডের চিকিৎসকরা। ইমারজেন্সি অবজার্ভেশন ওয়ার্ডের ৪০ নম্বর বেডে আছেন পার্থ চ্যাটার্জি। গত রাতে ভালো ঘুম হয়েছে। বাকি শারীরিক প্যারামিটার স্থিতিশীল আছে। শ্বাসকষ্টের সমস্যা আগের থেকে সামান্য কম।

22 January 2025, 08:30 AM

Purulia: পুরুলিয়া জেলার তাপমাত্রা ৯ ডিগ্রী। ঠান্ডায় জুবুথুবু অবস্থা সাধারন মানুষের। কনকনে শীতের আমেজ পুরুলিয়ায় । রোদ ঝলমলে রয়েছে আকাশ। প্রাতভ্রমণে বেরিয়ে শীতকে উপভোগ করছেন সাধারণ মানুষ।  রাতের দিকেও কনকনে শীত অনুভূত হচ্ছে জেলায়। ঠান্ডা থেকে রেহাই পেতে রাস্তাঘাটে আগুন পোহচ্ছেন সাধারণ মানুষ।

22 January 2025, 08:30 AM

Durgapur:কুয়াশার চাদরে ঢেকেছে শিল্পাঞ্চলের আকাশ, বেলা বাড়ার সাথে সাথে যেন বাড়ছে কুয়াশার দাপট । সকাল আটটা বাজলেও দেখা নেই সূর্য মামার । তবে তাপমাত্রার পারদ শিল্পাঞ্চল দুর্গাপুরের একটু বাড়লেও সকাল দিকে ঠান্ডার অনুভব আছে। কুয়াশার কারণে গাড়ি ও ট্রেন চলাচলে কিছুটা বিঘ্নিত হচ্ছে।

22 January 2025, 08:30 AM

Jalpaiguri: প্রজাতন্ত্র দিবসে কুচকাওয়াজ, প্যারেড ঘিরে প্রস্তুতি তুঙ্গে জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি মহকুমা প্রশাসনের। ধূপগুড়ি মহকুমা ঘোষণার পর স্থানীয় মহকুমা শাসকের উপস্থিতিতে এবার উৎযাপিত হবে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান। ধূপগুড়ি পুর ফুটবল ময়দানে সেই বিষয়ে পরিদর্শন সারলেন ধূপগুড়ি মহকুমা শাসক পুস্পা দোলমা লেপচা, মহকুমা পুলিশ আধিকারিক গিলসেন লেপচা সহ ধূপগুড়ি থানার আই সি অনিন্দ্য ভট্টাচার্য এবং ধূপগুড়ি পুরসভার বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেশনের ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিং। এদিনের পরিদর্শনে উপস্থিত ছিলেন পুলিশ প্রশাসনের পাশাপাশি বিভিন দফতরও। পরিদর্শনের পর এই মাঠেই কুচকাওয়াজ ঘিরে অনুশীলন মহড়া শুরু হয়। অনুষ্ঠানের মঞ্চ এবং মাঠের দেওয়াল এবং পরিকাঠামো খতিয়ে দেখেন মহকুমা শাসক। এদিন পরিদর্শন শেষ মহকুমাশাসক পুস্পা দোলমা লেপচা জানান,এবারে সাধারণ মানুষের জন্য বিশেষ আর্কষন থাকবে,বিভিন্ন পুলিশ প্রশাসনের বিভিন্ন দফতরের মহড়া ও কুচকাওয়াজের পাশাপাশি বিভিন্ন স্কুল এই কুচকাওয়াজে অংশ গ্রহন করবে।

22 January 2025, 08:15 AM

Purulia: পুরুলিয়ায় বাংলা-ঝাড়খন্ড সীমান্ত এলাকায় টহল দিচ্ছে বাঘ। আতঙ্ক পিছু ছাড়ছে না গ্রামবাসীদের। ২২ দিন পার এখনও অধরা বাঘ। সীমান্ত এলাকায় পাহারার ইচ্ছে বাংলা ও ঝাড়খণ্ডের বনকর্মীরা। ফলে ওই বিস্তীর্ণ এলাকায় নতুন করে ট্র্যাপ ক্যামেরা বসাচ্ছে বাংলা ও ঝাড়খণ্ডের বনবিভাগ। পুরুলিয়ার সীমানা থেকে মাত্র ৫ কিমি দূরেই থাকতে পারে বাঘের অবস্থান। ঝাড়খন্ডের দলমা সংলগ্ন জঙ্গলে উদ্ধার হয়েছে পায়ের ছাপ। ঝাড়খন্ড বন বিভাগ সূত্রে খবর, ঘাটশিলা বনাঞ্চলেই বাঘের অবস্থান থাকতে পারে । সেখান থেকে বান্দোয়ানের দুয়ারসিনির দূরত্ব মাত্র ৫ কিলোমিটার।