West Bengal News LIVE Update: ১৩ দিনের মাথায় জালে ৫ অভিযুক্ত! দুর্গাপুরের ব্যবসায়ী অপহরণ কাণ্ডের কিনারা...

Bengal News LIVE Update: একনজরে সারাদিনের সব বড় খবর। দেখুন শুধুমাত্র Zee ২৪ ঘণ্টা ডিজিটালে-

Last Updated: Monday, January 27, 2025 - 10:07
West Bengal News LIVE Update: ১৩ দিনের মাথায় জালে ৫ অভিযুক্ত! দুর্গাপুরের ব্যবসায়ী অপহরণ কাণ্ডের কিনারা...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে। দেখতে থাকুন, LIVE UPDATES-

 (দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল) 

27 January 2025, 10:00 AM

R G Kar Update: সঞ্জয়ের ফাঁসির আর্জি। হাইকোর্টে রাজ্য ও সিবিআইয়ের করা জোড়া মামলার শুনানি। গতকালই রাজ্যের মামলার নথি পৌঁছায় সঞ্জয় রায়ের কাছে। ওকালতনামা ফাইল করেছে নির্যাতিতার পরিবারও। জোড়া মামলা নিয়ে নিজেদের অবস্থান জানাতে পারে পরিবার।

27 January 2025, 09:00 AM

Partha Chatterjee Health Update: স্থিতিশীল হলেও এখনও সঙ্কট কাটেনি পার্থ চট্টোপাধ্যায়ের। পায়ের ফোলা ভাব কমলেও ক্রিয়েটিনিনের মাত্রা নিয়ন্ত্রণে আসেনি: সূত্র। ফুসফুসের সংক্রমণ কোন জায়গায় রয়েছে বুঝতে HRCT স্ক্যান করার ভাবনা। বুকের এক্স-রেও করানো হবে বলে হাসপাতাল সূত্রে খবর। এছাড়াও একাধিক পরীক্ষার পরিকল্পনা চিকিৎসকদের।

27 January 2025, 09:00 AM

Train: শিয়ালদহগামী দার্জিলিং মেলে যান্ত্রিক ত্রুটি। আলুয়াবাড়ি স্টেশন থেকে ১০০ মিটার দূরে বিকল ইঞ্জিন। রবিবার রাত প্রায় সাড়ে ৮টা নাগাদ ঝাঁকুনি দিয়ে দাঁড়িয়ে যায় ট্রেন। ইসলামপুরের শান্তিনগর কলোনি এলাকায় দাঁড়িয়ে পড়ে ট্রেন। দীর্ঘক্ষণ পর ইঞ্জিন সারিয়ে গন্তব্যে রওনা।

27 January 2025, 09:00 AM

Durgapur: দুর্গাপুরের পানাগড়ে ব্যবসায়ী অপহরণ কাণ্ডের কিনারা। ১৩ দিনের মাথায় জালে ৫ অভিযুক্ত, আটক মোটরসাইকেল, গাড়ি। ১০ জানুয়ারি অপহরণ করা হয় কাঁকসার ব্যবসায়ীকে। ৬ লক্ষ টাকা মুক্তিপণ নিয়ে মারধর করে ছেড়ে দেওয়া হয়। ঘটনায় আরো কেউ জড়িত কিনা, খতিয়ে দেখছে বুদবুদ থানা। ধৃতদের থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র, গুলি, ম্যাগাজিন, নগদ টাকা। ধৃতেরা প্রত্যেকেই দুর্গাপুর ও কাঁকসা এলাকার বাসিন্দা। ধৃত একজন ইসিএলে কর্মরত: পুলিস সূত্র। গ্রেফতার হওয়া ২ যুবক বিটেক পাস: পুলিস সূত্র।