13 July 2024, 20:00 PM
India Wins: ৫ ম্যাচের সিরিজে হারারেতে চতুর্থ T20 ম্যাচে ১০ উইকেটে জিম্বাবোয়েকে হারাল ভারত। এরফলে সিরিজে ভারত ৩-১ এগিয়ে গেল। এই জয়ের সঙ্গে ২০২৪ ক্যালেন্ডারে এখনও পর্যন্ত, অস্ট্রেলিয়াকে (১৭) পিছনে ফেলে, সর্বাধিক আন্তর্জাতিক ম্যাচ জয়ের (১৮) রেকর্ড অর্জন করে নিল ভারত।
13 July 2024, 17:15 PM
CFL 2024 Derby: ইনজুরি টাইমে ১ গোল শোধ করে সম্মান বাঁচাল মোহনবাগান। মোহনবাগানের হয়ে গোল করলেন সুহেল ভাট
13 July 2024, 16:45 PM
CFL 2024 Derby: সল্টলেকে লাল-হলুদ ঝড়, ডার্বিতে ২-০ এগিয়ে ইস্টবেঙ্গল। খেলার ৬৫ মিনিটের মাথায় ইস্ট বেঙ্গলের হয়ে দ্বিতীয় গোল জেসিনের।
13 July 2024, 16:45 PM
CFL 2024 Derby Live: ডার্বিতে অ্যাডভ্যানটেজে লাল-হলুদ, ১ গোলে পিছিয়ে মোহনবাগান। দ্বিতীয়ার্ধের শুরুতে ৫০ মিনিটের মাথায় অনবদ্য গোলে ইস্টবেঙ্গলকে এগিয়ে দিলেন পি ভি বিষ্ণু।
সরাসরি দেখুন: https://www.youtube.com/watch?v=ANrgpTIL2FM
13 July 2024, 15:00 PM
13 July 2024, 14:45 PM
Reels Accident: 'রিলস্' কারল প্রাণ। দামোদরে তলিয়ে গেল ২ যুবতী। ১ কিশোরীর উদ্ধার হল নিথর দেহ এখনো নিখোঁজ আর এক। মৃত যুবতীর নাম বিউটি পাসওয়ান(২০)। রাঁচির বাসিন্দা। এখনো খোঁজ মেলেনি অন্ডালের রেল কলোনির জ্যোতি প্রসাদ নামের বছর ২৫ এর যুবতীর।
13 July 2024, 13:45 PM
WB Bypoll Result: রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী মুকুটমনি অধিকারী ৩৯০৪৮ ভোটে জয়ী।
13 July 2024, 13:15 PM
WB Bypoll Result: মানিকতলা কেন্দ্রে ৬২৩১২ ভোটে জিতলেন তৃণমূল প্রার্থী সুপ্তি পান্ডে।
13 July 2024, 12:45 PM
WB Bypoll Result: নবম রাউন্ডের শেষে তৃণমূল প্রার্থী সুপ্তি পান্ডে ২৮৭৮১ ভোটে এগিয়ে।
13 July 2024, 12:00 PM
WB Bypoll Result: ১১ রাউন্ডের শেষে তৃণমূল কংগ্রেস প্রার্থী মধুপর্না ঠাকুর 30081 ভোটে এগিয়ে আছে
13 July 2024, 11:45 AM
WB Bypoll Result: রায়গঞ্জ উপনির্বাচন কেন্দ্রে জয়ী তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী।
13 July 2024, 11:30 AM
WB Bypoll Result: দশম রাউন্ডের শেষে মধুপর্ণা ঠাকুর ২৬ হাজার ভোটে এগিয়ে আছেন।
13 July 2024, 10:45 AM
WB Assembly Bypolls Result: পোস্টাল ব্যালট চূড়ান্ত ফলাফল মানিকতলায়- তৃণমূল প্রার্থী সুপ্তি পান্ডের প্রাপ্ত ভোট ২৪৯, বিজেপির প্রার্থী কল্যাণ চৌবের প্রাপ্ত ভোট ৫৩, বাম প্রার্থী রাজিব মজুমদার ২৪ ভোট পান, ক্যানসেল ২১ এবং নোটা ৫।
13 July 2024, 10:30 AM
WB Assembly Bypolls Result: ৬ রাউন্ডের শেষে মানিকতলা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুপ্তি পান্ডে ২০৮১৮ ভোটে এগিয়ে।
13 July 2024, 10:15 AM
WB Assembly Bypolls Result: ৪র্থ রাউন্ডের শেষে রায়গঞ্জ কেন্দ্রে ৯৭৬২ ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস। বিজেপির প্রাপ্ত ভোট ৪৪৫৪ এবং কংগ্রেসের প্রাপ্ত ভোট ৩০১৫। তৃণমূল কংগ্রেস ৫৩০৮ ভোটে এগিয়ে।
13 July 2024, 10:15 AM
WB Assembly Bypolls Result: মতুয়া ভোট তৃণমূলের দিকেই। এবারের বাগদা বিধানসভা কেন্দ্রের মানুষ তৃণমূলের হাত শক্ত করবে : মমতা বালা ঠাকুর।
13 July 2024, 10:15 AM
WB Assembly Bypolls Result: তৃতীয় রাউন্ড গণনার শেষে মধুপর্ণা ঠাকুর পাঁচ হাজারের বেশি ভোটে এগিয়ে আছে। ৫২৩৩ ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী মধুপর্ণা ঠাকুর।
13 July 2024, 10:15 AM
WB Assembly Bypolls Result: ৩য় রাউন্ড শেষে রায়গঞ্জ কেন্দ্রে তৃণমূল কংগ্রেস ৯৫৯০ ভোটে এগিয়ে। বিজেপি-র প্রাপ্ত ভোট ৩৬৫১ এবং কংগ্রেসের প্রাপ্ত নম্বর ১৯৮৪।
13 July 2024, 09:00 AM
WB Assembly Bypolls Result: রানাঘাট দক্ষিন বিধানসভা কেন্দ্রে এগিয়ে তৃণমূল। বাগদাযতেও প্রথম রাউন্ডে ২০০ ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী মধুপর্ণা ঠাকুর।
13 July 2024, 09:00 AM
WB Assembly Bypolls Result: প্রথম রাউন্ডের পর রায়গঞ্জে তৃণমূল কংগ্রেসের প্রাপ্ত ভোট ৮৬৫৫। বিজেপি প্রার্থীর প্রাপ্ত ভোট ৫১৭১। কংগ্রেস প্রার্থীর প্রাপ্ত ভোট ১৬৯৪। রায়গঞ্জ কেন্দ্রে তৃণমূল কংগ্রেস ৩৪৮৪ ভোটে এগিয়ে।
13 July 2024, 09:00 AM
WB Assembly Bypolls Result: মানিকতলা বিধানসভা কেন্দ্রে প্রথম রাউন্ডের গণনার শেষে তৃণমূল প্রার্থী সুপ্তি পান্ডে এগিয়ে আছেন ৩১৮০ ভোটে। বিজেপি প্রার্থী কল্যাণ চৌবের প্রাপ্ত ভোট ৯২৯। এবং বাম-কংগ্রেস প্রার্থী রাজিব মজুমদারের প্রাপ্ত ভোট ৩১৫।
13 July 2024, 08:00 AM
WB Assembly Bypolls Result: সকাল ৮ টায় পোস্টাল ভোট গণনা শুরু এবং সকাল ৯ টায় ইভিএম গণনা শুরু। ইতিমধ্যেই পোলিং এজেন্ট থেকে শুরু করে প্রার্থীরা সকলেই এসে একে একে উপস্থিত হচ্ছেন ভোট গণনা কেন্দ্রে।
13 July 2024, 07:30 AM
WB Assembly Bypolls Result: আজ রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রে উপ নির্বাচনের ফল ঘোষণা। এই নির্বাচনের গণনা কেন্দ্র ব্যবস্থা করা হয় রানাঘাট কলেজে। এদিন গণনা শুরু হবে সকাল আটটা থেকে। ইতিমধ্যেই রানাঘাট কলেজ চত্বর নিরাপত্তার বেড়াজালে মুড়ে ফেলা হয়েছে।