Tab Money Scam: ট্যাব জালিয়াতি এবার পুরুলিয়ায়! একাধিক স্কুল থেকে টাকা গায়েব...
Purulia: এবার ট্যাব জালিয়াতির শিকার পুরুলিয়ার জেলার বিভিন্ন স্কুলের পড়ুয়ারা। ঘটনায় এখনও পর্যন্ত পুরুলিয়া জেলার চার বিদ্যালয়ের ২৯ জন পড়ুয়ার ট্যাবের টাকা উধাও। পুরুলিয়ার পাড়া থানার আনাড়া মহিলা উচ্চ বিদ্যালয়ের ৯ জন ছাত্রীর টাকা ভিন জেলার অ্যাকাউন্টে ঢুকেছে।
![Tab Money Scam: ট্যাব জালিয়াতি এবার পুরুলিয়ায়! একাধিক স্কুল থেকে টাকা গায়েব... Tab Money Scam: ট্যাব জালিয়াতি এবার পুরুলিয়ায়! একাধিক স্কুল থেকে টাকা গায়েব...](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2024/11/15/504062-tab-scam.png)
মনোরঞ্জন মিশ্র: ট্যাব জালিয়াতিকাণ্ডে সরগরম রাজ্য-রাজনীতি। এবার ট্যাব জালিয়াতির শিকার পুরুলিয়ার জেলার বিভিন্ন স্কুলের পড়ুয়ারা। ঘটনায় এখনও পর্যন্ত পুরুলিয়া জেলার চার বিদ্যালয়ের ২৯ জন পড়ুয়ার ট্যাবের টাকা উধাও। পুরুলিয়ার পাড়া থানার আনাড়া মহিলা উচ্চ বিদ্যালয়ের ৯ জন ছাত্রীর টাকা ভিন জেলার অ্যাকাউন্টে ঢুকেছে। একইভাবে রঘুনাথপুর মহকুমার চেলিয়ামা বিজলিপ্রভা উচ্চ বিদ্যালয়ের ৬ জন পড়ুয়া, বলরামপুর থানার দড়দা খেলু হেমব্রম উচ্চ বিদ্যালয়ের ১১ জন পড়ুয়ার এবং বান্দোয়ান থানার বান্দোয়ান ঋষি নিবারণচন্দ্র বিদ্যাপীঠের ৩ জন পড়ুয়ার ট্যাবের টাকা ঢুকেছে ভিন জেলার অ্যাকাউন্টে। পুরুলিয়া সাইবার ক্রাইম থানা এবং জেলা শিক্ষা দফতরে অভিযোগ দায়ের করেছেন স্কুল কর্তৃপক্ষরা। ঘটনায় উদ্বেগ বাড়িয়েছে জেলা শিক্ষা মহলে।
উল্লেখ্য, কলকাতাতেও ট্যাব জালিয়াতি! বিভিন্ন থানায় শতাধিক অভিযোগ দায়ের। তদন্তে এবার সিট গঠন করল কলকাতা পুলিস। জালিয়াতির শিকার ৩০০ জন পড়ুয়ার অ্যাকাউন্টে পৌঁছে গেল টাকাও। সূত্রের খবর তেমনই।রাজ্যে ফের চালু হয়ে গিয়েছে 'তরুণের স্বপ্ন'। স্রেফ দ্বাদশ শ্রেণি নয়, এই প্রকল্পে এবার একাদশ শ্রেণির পড়ুয়াদের ট্যাবের জন্য টাকা দিচ্ছে রাজ্য। কিন্তু জেলায় জেলায় সেই টাকা হ্যাকাররা হাতিয়ে নিচ্ছে বলে অভিযোগ। পুলিস সূত্রে খবর, সব জেলা মিলিয়ে এখনও পর্যন্ত ৭৮১ পড়ুয়ার টাকা লোপাট হয়ে গিয়েছে। সবচেয়ে বেশি অভিযোগ দায়ের করা হয়েছে ঝাড়গ্রামে। চলছে ধরপাকড়ও।
আরও পড়ুন:Awas Yojana: আবাসের টাকা হাতানোর নিত্যনতুন কৌশল! সুপার সার্ভেতে গিয়ে চক্ষু চড়ক গাছ জেলাশাসকের...
বাদ নেই কলকাতাও। ট্যাবের টাকা না পেয়ে শহরের ১০ থানায় অভিযোগ দায়ের করেছেন একশোরও বেশি পড়ুয়া। জালিয়াতির অভিযোগ ওঠেছে সরশুনা, যাদবপুর, ভবানীপুর, জোড়াবাগান, জোড়াসাঁকো, গল্ফগ্রিনের মতো এলাকায়। কীভাবে জালিয়াতি? যেভাবে একের এক অভিযোগ আসছে, তাতে সংগঠিত ভাবে অপরাধ চলছে বলে মনে করছেন লালবাজারের আধিকারিকরা।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)