2 January 2021, 17:00 PM
আমি বিজেপি গিয়েছে কেন? আমি চাই কলকাতা ও দিল্লিতে একই দলের সরকার থাকুক। একই দলের সরকার ছাড়া শিল্প আসবে না, বেকার সমস্যার সমাধান হবে না। আমাদের রাজ্যের উন্নয়ন হবে না।
2 January 2021, 17:00 PM
ভারতবর্ষে বিভিন্ন দলের সরকার আছে। আষ্মুমান ভারত সব জায়গায় চলে। তিন কোটির বেশি লোকের স্বাস্থ্যসাথী ছিল। হাত তুলুন তো, স্বাস্থ্যসাথীর সুবিধা পেয়েছেন।
2 January 2021, 17:00 PM
সাড়ে ৯ বছর পরে যমের দুয়ারে সরকার। কী পাবেন, একটা করে ফর্ম, ফিল আপ। আর ভোটের আগে একটি কার্ড দেবে। ঢপের চপ।
2 January 2021, 17:00 PM
ভাইপোর পুলিস ফোন ট্যাপ করছে। এই অত্যাচার চলবে না। আদর্শ নির্বাচন বিধি চালু হতে দিন।
2 January 2021, 17:00 PM
ভোট এলেই বলে শঙ্করপুরে বন্দর হবে। হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান ছিলাম। যা জমিনীতি, একটাও শিল্প হবে না। চপশিল্পও হবে না।
2 January 2021, 17:00 PM
ডিল হয়েছে, প্রত্যেক বছরে স্কুল সার্ভিস, কলেজ সার্ভিস পরীক্ষা হবে। যোগ্যতা অনুযায়ী বেকারদের নিয়োগ করা হবে।
2 January 2021, 17:00 PM
প্রতিটি স্কুলের সামনে লেখা থাকবে বাংলার গর্ব নেতাজি সুভাষচন্দ্র বসু। ডিল হয়েছে, সব জায়গায় সাংস্কৃতিক চর্চা করার আগে লেখা থাকবে বাংলার গর্ব বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর।
2 January 2021, 16:45 PM
বিজেপির সঙ্গে ডিলের প্রসঙ্গ তুলে ফের তৃণমূলকে চড়া সুরে আক্রমণ শুভেন্দু অধিকারীর।
2 January 2021, 16:30 PM
জনসভায় বক্তব্য রাখছেন বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়। চড়া সুরে আক্রমণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।