Lok Sabha Election 2024 | Siliguri: ওরা প্রার্থী দিতে দিতে আমরা নির্বাচন শেষ করে দেব: গৌতম দেব
মঙ্গলবার ডাবগ্রাম ফুলবাড়ি বিধনসভা কেন্দ্রে প্রচারে গিয়ে গৌতম দেব বলেন, ‘অধিকার যাত্রায় মানুষের খুব ভালো সমর্থন পাচ্ছি। গ্রামের পাশাপাশি শহরেও খুব ভালো সমর্থন পাচ্ছি’। এখনও বিজেপির প্রার্থী তালিকা প্রকাশিত হয়নি প্রশ্নে গৌতম দেব বলেন, ‘ওরা প্রার্থী দিতে দিতে আমরা নির্বাচন শেষ করে দেব’।
নারায়ণ সিংহ রায়: একদিকে বিজেপির প্রার্থী তালিকা এখনও অপ্রকাশিত অন্যদিকে নির্বাচনী প্রচারে গিয়ে গৌতম বললেন, ‘বিজেপি প্রার্থী দিতে দিতে আমরা নির্বাচন সম্পন্ন করে দেব’।
এখনও অপ্রকাশিত বিজেপির প্রার্থী তালিকা। কাজেই দার্জিলিং বা জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী কে হচ্ছেন তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে। পুরোনোতেই আস্থা রাখবে বিজেপি না কি নতুন মুখ তা নিয়ে দলের অন্দরেই দ্বৈরথ চলছে।
অন্যদিকে ব্রিগেডের জন গর্জন সভা থেকেই রাজ্যের তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশ। সময় নষ্ট না করে দ্বিতীয় দিন থেকে মাঠে নেমে পড়েছে তৃণমূল কংগ্রেস। এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ তারা।
আরও পড়ুন: Siliguri: 'অনুমতি মিলছে না কি নবান্ন থেকে'! অবৈধ নির্মান নিয়ে সরব শাসক দলের কাউন্সিলর
শুধুমাত্র প্রার্থী নন প্রার্থী বা দলের হয়ে দলের বর্ষীয়ান নেতারাও নিজেদের মত করে নির্বাচনী এলাকায় প্রচার চালিয়ে যাচ্ছেন। রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা পুরনিগমের মেয়র গৌতম দেব অধিকার যাত্রার মাধ্যমে নির্বাচনী প্রচার সারছেন জলপাইগুড়ি জেলার ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা এলাকায়। প্রায় প্রতিদিনই ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভার বিভিন্ন এলাকায় প্রচার চালাচ্ছেন তিনি। অধিকার যাত্রার মাধ্যমে তৈরি করছেন জন সংযোগ।
মঙ্গলবার ডাবগ্রাম ফুলবাড়ি বিধনসভা কেন্দ্রে প্রচারে গিয়ে গৌতম দেব বলেন, ‘অধিকার যাত্রায় মানুষের খুব ভালো সমর্থন পাচ্ছি। গ্রামের পাশাপাশি শহরেও খুব ভালো সমর্থন পাচ্ছি’। এখনও বিজেপির প্রার্থী তালিকা প্রকাশিত হয়নি প্রশ্নে গৌতম দেব বলেন, ‘ওরা প্রার্থী দিতে দিতে আমরা নির্বাচন শেষ করে দেব’।
আরও পড়ুন: Dev: 'ভালো ছেলে দেব, তবে অসৎ সঙ্গে নরকবাস!'
অন্যদিকে মঙ্গলবার সকালে ইটাহারে দলীয় কর্মসূচীতে যাওয়ার আগে বাগডোগরা বিমানবন্দরে নেমে প্রার্থী তালিকা প্রকাশ নিয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানান, ‘র্যাম্পে হেঁটে বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ হয়না। দলের অঅভ্যন্তরে পার্লামেন্টারি বোর্ড বসে। সেখানে স্বয়ং প্রধানমন্ত্রী থাকেন। সেখানেই চুড়ান্ত প্রার্থী তালিকার সিদ্ধান্ত নেওয়া হয়। আগামী কয়েকদিনের মধ্যে বাকি প্রার্থী তালিকা প্রকাশ পাবে। তবে দাবিদার অনেকেই থাকতে পারেন। কিন্তু দল যা সিদ্ধান্ত নেবে সেটাই শেষ সিদ্ধান্ত। তৃণমূলকে স্বাভাবিকভাবে আগে ভাগেই প্রচারে নামতে হবে। কারন ওদের অবস্থা করুণ। আমরা পরে প্রচারে নেমেও ওদের থেকে এগিয়ে থাকব’।
দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)