ভিতরে ঢুকে বিজেপির গুন্ডারাই মূর্তি ভেঙেছে, ভিডিয়ো দেখিয়ে দাবি ডেরেকের
বিদ্যাসাগর কলেজে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভাঙার ঘটনায় উত্তাল জাতীয় রাজনীতি।
নিজস্ব প্রতিবেদন: অমিত শাহের বক্তব্য খণ্ডন করতে দিল্লির প্রেস ক্লাবে ভিডিয়ো প্রকাশ করলেন তৃণমূলের জাতীয় মুখপাত্র ডেরেক ও'ব্রায়েন। দলের রাজ্যসভার সাংসদের দাবি, কালো পতাকা নিয়ে প্রতিবাদ দেখাচ্ছিলেন বিদ্যাসাগর কলেজের পড়ুয়ারা। অমিত শাহের বহিরাগত গুন্ডারা হিংসায় উন্মত্ত হয়ে ওঠে। ভিডিয়োটি দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে, অমিত শাহ মিথ্যাবাদী।
বিদ্যাসাগর কলেজে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভাঙার ঘটনায় উত্তাল জাতীয় রাজনীতি। বিজেপিই মূর্তি ভেঙেছে বলে অভিযোগ করেছে তৃণমূল। ইতিমধ্যে ফেসবুক, টুইটারে প্রোফাইল ছবিও বদলে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়-সহ দলের নেতানেত্রীরা। সকালে সাংবাদিক সম্মেলনে অমিত শাহ বলেন,''গেট বন্ধ ছিল। আমরা বাইরে ছিলাম। ভিতরে গিয়ে কারা ভেঙেছে? টিএমসির লোকেরাই তো ভিতর থেকে কেরোসিন বোম, ইট ছুড়ছি। সহানুভূতির রাজনীতির জন্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছে তৃণমূল''।
বিজেপির সর্বভারতীয় সভাপতি মিথ্যা বলছেন বলে অভিযোগ করেছেন ডেরেক ও'ব্রায়েন। তাঁর কথায়,''নিজেদের কুকর্ম ঢাকতে উল্টোপাল্টা যুক্তি সাজাচ্ছে বিজেপি। অমিত শাহ মিথ্যা কথা বলছেন। ভিডিয়োটি সত্য প্রকাশ করবে''। ভিডিয়োগুলি নির্বাচন কমিশনে জমা দেওয়া হবে বলেও জানান তৃণমূলের রাজ্যসভার সাংসদ। ভিডিয়োটি টুইটারে রিটুইট করেছেন ডেরেক ও'ব্রায়েন। সত্যতা যাচাই করেনি জি ২৪ ঘণ্টা ডিজিটাল।
For those who want video footage#Vidyasagar statue demolition by BJP's uncultured supporters
See this#bengal #kolkata #may19 pic.twitter.com/qvrHQjzN2n— Kumar Shankar Roy (@kumarsroy) May 14, 2019
একইসঙ্গে বাংলার ভাবাবেগে বিজেপি আঘাত করছে বলেও অভিযোগ করেছেন ডেরেক। তাঁর কথায়,''আমরা আশ্চর্য হইনি। দুদিন আগে উনি বলেছিলেন, রবীন্দ্রনাথ বীরভূমে জন্মেছে। এমনকি কাঙাল বাংলাও বলেছেন''। বহিরাগতদের নিয়ে বিজেপি অমিত শাহের রোড শো কর্মসূচির আয়োজন করেছে বলে অভিযোগ করেন ডেরেক ও'ব্রায়েন। বিজেপির সদর দফতরে রাহুল সিনহা এদিন দাবি করেন, অভিষেক মিশ্র ও তাঁর স্ত্রী স্বর্ণালি ঘটনাস্থলে ছিলেন। কলেজে তাঁরা কী করছিলেন? ইউনিয়ন রুমে তালা ছিল। কীভাবে ভাঙল মূর্তি? গোটাটাই তৃণমূলের পূর্বপরিকল্পিত ছক। ২০১৩ অভিষেক মিশ্র ও তাঁর দুই সহযোগীর হেনস্থার শিকার হয়ে এক তরুণী আত্মহত্যা করেন বলেও অভিযোগ করেন উত্তর কলকাতার বিজেপি প্রার্থী।
আরও পড়ুন- ছবিতে: অমিত শাহের রোড শোয়ে কলকাতার রাজপথে প্রথমবার গেরুয়ার দাপট