ADVOCATE লেখা গাড়ি থেকে উদ্ধার প্রচুর গাঁজা, পুলিসের জালে পাচারচক্রের ২

পুজোর আগেই পানিহাটি থেকে গ্রেফতার আন্তঃ রাজ্য গাঁজা পাচারচক্রের পান্ডা। দু-জনকে গ্রেফতার  খড়দহ থানার পুলিস। অভিনব কায়দায় ADVOCATE লেখা  সাদা এম্বাসেডরের সিটের তলায় এক কুইন্টালের ও বেশি গাঁজা পাচার হচ্ছিল সোদপুর এলাকা থেকে। গোপন সুত্রে খবর পেয়ে পুলিস পানিহাটি শ্মাশান ঘাটে হাজির হলে গাঁজা পাচারকারীরা পালাবার চেষ্টা করে। পুলিস তাদের হাতেনাতে ধরে ফেলে। 

Updated By: Oct 13, 2020, 06:19 PM IST
ADVOCATE লেখা গাড়ি থেকে উদ্ধার প্রচুর গাঁজা, পুলিসের জালে পাচারচক্রের ২
ছবিটি প্রতীকী

নিজস্ব প্রতিবেদন: পুজোর আগেই পানিহাটি থেকে গ্রেফতার আন্তঃ রাজ্য গাঁজা পাচারচক্রের পান্ডা। দু-জনকে গ্রেফতার  খড়দহ থানার পুলিস। অভিনব কায়দায় ADVOCATE লেখা  সাদা এম্বাসেডরের সিটের তলায় এক কুইন্টালের ও বেশি গাঁজা পাচার হচ্ছিল সোদপুর এলাকা থেকে। গোপন সুত্রে খবর পেয়ে পুলিস পানিহাটি শ্মাশান ঘাটে হাজির হলে গাঁজা পাচারকারীরা পালাবার চেষ্টা করে। পুলিস তাদের হাতেনাতে ধরে ফেলে। 

আরও পড়ুন: বেলাঘাটার বিস্ফোরণে নয়া মোড়! বহিরাগত নয়, ক্লাবেই মজুত ছিল ক্রুড বোমা

ধৃতদের জিজ্ঞাসাবাদ করছে পুলিস। জানা গিয়েছে, পাচারচক্রের ৪ জনের মধ্যে মহিত জাতব দিল্লির বাসিন্দা, আর মহম্বদ মিরাজ বিহারের ভাগল পুরের বাসিন্দা এবং মহম্বদ সাহিল বেলিয়া রোড ও অর্জুন সিং হরিপালের বাসিন্দা। পুজোর মুখে ব্যারাকপুর শিল্পাঞ্চলে গাঁজার চাহিদা অনেক। সেকারণে পাচারকারীরা এই গাঁজা দিতে এসে পুলিসের হাতে ধরা পরে। এতো পরিমান গাঁজা কোথায় এবং কোন কোন জায়গায় পাচার হচ্ছিল তা খতিয়ে দেখছে পুলিস।

.