মুখ্যমন্ত্রীর সভায় যাওয়ার পথে উল্টে গেল যাত্রী বোঝাই বাস
ফালাকাটায় মুখ্যমন্ত্রীর সভাতে যাওয়ার সময় যাত্রী বোঝাই বাসের চাকা ফেটে দুর্ঘটনা। ঘটনাটি ঘটেছে নয়ানজুলি। ঘটনায় গুরুতর জখম ৩০ জন।
![মুখ্যমন্ত্রীর সভায় যাওয়ার পথে উল্টে গেল যাত্রী বোঝাই বাস মুখ্যমন্ত্রীর সভায় যাওয়ার পথে উল্টে গেল যাত্রী বোঝাই বাস](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2019/04/07/185491-capture.jpg)
নিজস্ব প্রতিবেদন: আজ রবিবার উত্তরবঙ্গে ময়নাগুড়ি এবং ফালাকাটায় পরপর দুটি সভা ছিল মুখ্যমন্ত্রীর। এদিন ফালাকাটায় মুখ্যমন্ত্রীর সভাতে যাওয়ার সময় যাত্রী বোঝাই বাসের চাকা ফেটে দুর্ঘটনা। ঘটনাটি ঘটেছে নয়ানজুলি। ঘটনায় গুরুতর জখম ৩০ জন।
আরও পড়ুন: কমিশনের নিষিদ্ধ বাবুলের গান বাজছে বিজেপির প্রচার গাড়িতে!
দুর্ঘটনা সামাল দিতে উদ্ধারকার্যে হাত লাগায় স্থানীয় বাসিন্দারা। ঘটনাস্থলে আসে রায়গঞ্জ থানার পুলিস। আহত অবস্থায় রাজগঞ্জ গ্রামীণ হাসপাতালে আহত কর্মীরা। রাজগঞ্জ থানার ওসি সুজন কুন্ডু জানান, "উদ্ধারের পর ২৫ জন যখম ব্যক্তিকে আমরা নিয়ে আসি রাজগঞ্জ গ্রামীণ হাসপাতালে। সেখানে প্রাথমিক চিকিৎসার পর বেশ কয়েকজনকে ছেড়ে দেওয়া হয়েছে। বাকিদের উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ পাঠানো হয়েছে।"