Mamata Banerjee In Bankura: এবার ওয়ার্ডে ওয়ার্ডে বাংলার ডেয়ারি-র স্টল, পাওয়া যাবে মাছও! বাঁকুড়ায় ঘোষণা মুখ্যমন্ত্রীর
মুখ্যমন্ত্রী বলেন, বাংলার ডেয়ারি আমাদের কৃষকদের প্রোডাক্ট। মাদার ডেয়ারিতে দুধের যা দাম তার থেকে বাংলার ডেয়ারিতে ২ টাকা কম
নিজস্ব প্রতিবেদন: রাজ্যের নিজস্ব ডেয়ারি 'বাংলার ডেয়ারি'-কে শহরাঞ্চলে ছড়িয়ে দেওয়ার ব্যাপারে এবার সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার বাঁকুড়ায় জেলা প্রশাসনের সভায় মমতা বলেন তিনি চান মিউনিশিপ্যালিটিগুলির প্রতিটি ওয়ার্ডে বাংলার ডেয়ারি-র স্টল হোক।
এদিন মুখ্যমন্ত্রী বলেন, বিবেককে কাজে লাগাও। ও খুব দ্রুত 'বাংলার ডেয়ারি'-টা করে ফেলেছে। বাংলার ডেয়ারি শহর এলাকায় করিয়ে দাও। সবাই জানে না, মাদার ডেয়ারি বাংলার প্রোডাক্ট নয়। বাংলার ডেয়ারি আমাদের কৃষকদের প্রোডাক্ট। মাদার ডেয়ারিতে দুধের যা দাম তার থেকে বাংলার ডেয়ারিতে ২ টাকা কম। চাষিদের থেকে আমরা দুধ কিনি। দুধ পাওয়া যায়, দই পাওয়া য়ায়, পায়েস পাওয়া যায়। আস্তে আস্তে অনেক কিছুই পাওয়া যাবে।
মুখ্যমন্ত্রী কথার পরিপ্রেক্ষিতে জেলার এক আধিকারিক বলেন, এখানকার কংসাবতী মিল্ক ইউনিয়ান থেকে রোজ ৪ হাজার লিটার দুধ কিনতাম। গতকালই কৃষকদের কাছে থেকে ২৩ হাজার লিটার দুধ কিনেছি।
ওই কথা শুনে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমি তো প্রত্যেকটি মিউনিশিপ্যালিটির প্রতিটি ওয়ার্ডে একটা করে দোকান হোক। আর ব্লকে অন্তত একটা করে করা হোক। জেলা আধিকারিক বলেন, আগামিদিনে বাঁকুড়া শহরে রোজ ১২ হাজার লিটার দুধ পাওয়া যাবে। এনিয়ে মমতা বলেন, বাংলার ডেয়ারি থেকে মাছও বিক্রি করা যেতে পারে। মাছ, চিকেন, আইসক্রিম-একসঙ্গে একই জায়গা থেকে অনেক কিছুই বিক্রি করা যেতে পারে।