Mamata Banerjee: শ্রমিকদের সঙ্গেই ঝুড়ি মাথায়, ফুচকা-মোমোর পর এবার পাহাড়ে চা-পাতা তুললেন মমতা!

এর আগে পাহাড় সফরে গিয়ে ফুচকা বানিয়েছেন মুখ্যমন্ত্রী। ফুচকার পর মোমোও বানান মুখ্যমন্ত্রী। বেঞ্চে বসে চাকি-বেলনা হাতে ময়দা বেলেন। 

Updated By: Dec 7, 2023, 03:13 PM IST
Mamata Banerjee: শ্রমিকদের সঙ্গেই ঝুড়ি মাথায়, ফুচকা-মোমোর পর এবার পাহাড়ে চা-পাতা তুললেন মমতা!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কার্শিয়ংয়ে চা বাগানে মুখ্যমন্ত্রী। মাথায় চা-পাতা তোলার ঝুড়ি। রীতিমতো চা-শ্রমিকদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চা-পাতা তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। ৭ দিনের উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী। পারিবারিক বিয়ের অনুষ্ঠানে যোগ দেওয়ার পাশাপাশি রয়েছে একাধিক সরকারি কর্মসূচিও। তারমধ্যেই এদিন দুপুরে কার্শিংয়ের একটি চা-বাগানে পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। 

আজই ভাইপোর বিয়ে। সেই বিয়ের অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। এরপর শুক্রবার অর্থাত্ ৮ ডিসেম্বর, দার্জিলিং, কালিম্পং এবং কার্শিয়ং-এ একযোগে গণবণ্টন কর্মসূচিতে অংশ নেবেন মমতা। তারপর শনিবার ৯ ডিসেম্বর কপ্টারে আলিপুরদুয়ার পৌঁছে সার্কিট হাউসে রাত্রিযাপন করবেন মুখ্যমন্ত্রী। এরপর রবিবার ১০ ডিসেম্বর আলিপুরদুয়ারে গণবণ্টন কর্মসূচিতে যোগ দেবেন। সোমবার ১১ ডিসেম্বর জলপাইগুড়ির বানারহাটে একইভাবে গণবণ্টন কর্মসূচিতে অংশ নেবেন। ওইদিন রাতে উত্তরকন্যায় থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর ১২ ডিসেম্বর শিলিগুড়ির কৃষকদের মধ্যে গণবণ্টন কর্মসূচিতে যোগ দেবেন। সেখান থেকেই সেদিন বিকেলে কলকাতা ফিরবেন মুখ্যমন্ত্রী।

প্রসঙ্গত, পাহাড় সফরে গিয়ে সেখানকার মানুষ, এলাকাবাসীর সঙ্গে মুখ্যমন্ত্রীর মিশে যাওয়ার ঘটনা এটাই প্রথম নয়। মমতার জনসংযোগের বার বারই উঠে এসেছে এমন ঘটনা। এর আগে পাহাড় সফরে গিয়ে ফুচকা বানিয়েছেন মুখ্যমন্ত্রী। দার্জিলিংয়ে বেরিয়ে রীতিমতো আলু-মটর দিয়ে ফুচকা বানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। শুধু কি তাই! ফুচকার পর মোমোও বানান মুখ্যমন্ত্রী। প্রাতঃভ্রমণে বেরিয়ে স্বনির্ভর গোষ্ঠীর একটি দোকানে ঢুকে, একেবারে বেঞ্চে বসে চাকি-বেলনা হাতে ময়দা বেলেন। তারপর লেচি কেটে, তার মধ্যে পুর দিয়ে মুড়ে মোমোও বানান। মুখ্যমন্ত্রীর এই জনসংযোগ বার বার নজর কেড়েছে রাজনৈতিক মহলের।

আরও পড়ুন, TMC: গিরিরাজের 'ঠুমকা'য় উত্তাল সংসদ-বিধানসভা! তীব্র ধিক্কার, ক্ষমা চাওয়ার দাবি তৃণমূলের

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.