Mamata Banerjee: প্লাবিত বিস্তীর্ণ এলাকা, মঙ্গলবার ঘাটাল পরিদর্শনে মুখ্যমন্ত্রী

মঙ্গলবার ঘাটাল পরিদর্শনে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

Updated By: Aug 9, 2021, 08:45 AM IST
Mamata Banerjee: প্লাবিত বিস্তীর্ণ এলাকা, মঙ্গলবার ঘাটাল পরিদর্শনে মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদন: রাজ্যে বন্যা পরিস্থিতি এখনও স্বাভাবিক নয়। একে টানা বৃষ্টি, তারউপরে জল ছাড়ছে DVC। ফলে রাজ্যের একাধিক জেলা প্লাবিত। এখনও পর্যন্ত জলমগ্ন ঘাটালের বিস্তীর্ন এলাকা। এই বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতেই মঙ্গলবার ঘাটাল পরিদর্শনে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

শিলাবতী নদীর জলে ভেসে গিয়েছে ঘাটালের বহু এলাকা। এর আগেই একাধিক এলাকা জলমগ্ন থাকা নিয়ে ডিভিসি-র বিরুদ্ধে তোপ দেগেছিলেন মুখ্যমন্ত্রী। বিপর্যস্ত জেলার বিভিন্ন জায়গা। ব্লকের পর ব্লক জলের তলায়। একটানা বৃষ্টিতে চিন্তায় ঘাটালবাসী। আপাতত শিলবাতী নদীর জলস্তর নামলেও জলবন্দী ঘাটালের ২ নম্বর ব্লক। 

আরও পড়ুন, Covishield:বিজ্ঞপ্তির পরও অমিল টিকা, মঙ্গলবার থেকে অনিশ্চিত কোভিশিল্ড

প্রসঙ্গত, সোমবার ঝাড়গ্রামে বিশ্ব আদিবাসী দিবসের অনুষ্ঠানে যোগ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসন সূত্রে খবর, সকালে কলকাতা থেকে হেলিকপ্টারে ঝাড়গ্রামে আসবেন মুখ্যমন্ত্রী। ঘোড়াধরা স্টেডিয়ামে উদ্বোধন করবেন বিশ্ব আদিবাসী দিবস উদযাপন অনুষ্ঠানে। কোভিড বিধি মেনে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে সীমিত সংখ্যাক অতিথিকে। স্রেফ উদ্বোধনই নয়, অনুষ্ঠান মঞ্চে আদিবাসীদের সম্প্রদায়ের কৃতী মানুষের সংবর্ধনাও দেবেন মুখ্য়মন্ত্রী। 

উল্লেখ্য, গত বুধবার বন্যা পরিস্থিতি পরিদর্শনে হাওড়ায় আমতা গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আকাশপথে তিন জেলার প্লাবিত এলাকা পরিদর্শনের কথা থাকলেও খারাপ আবহাওয়ার কারণে আকাশপথে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখার সিদ্ধান্ত বাতিল হয়। সড়কপথে আমতার উদ্দেশে পাড়ি দেন তিনি। সেখানে প্লাবিত অঞ্চলে পায়ে হেঁটেই পৌঁছন।  

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

 

.