পুকুরে ছিপ ফেলায় গাছে বেঁধে বেধড়ক মার মালিকের, কালনায় মৃত্যু বৃদ্ধের
আশঙ্কাজনক অবস্থা জয়দেববাবুকে প্রথমে এলাকার এক কোয়াক ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়। তাঁর পরামর্শে তাঁকে ভর্তি করা হয় কালনা মহকুমা হাসপাতালে
নিজস্ব প্রতিবেদন: সাধারণ একটি ঘটনাকে কেন্দ্র করে ঘটে গেল ভয়ঙ্কর ঘটনা। খুন হতে হল এক বৃদ্ধকে। অন্যের পুকুরে মাছ ধরায় গাছে বেঁধে মারধর করা হল ওই ব্যক্তিকে। তাতেই মৃত্যু হল ওই বৃদ্ধের।
পূর্ব বর্ধমানের কালনার মোছড় মৈনাগার গ্রামের ঘটনা। মৃত বৃদ্ধের নাম জয়দেব ক্ষত্রপাল। অভিযুক্ত পুকুর মালিক রাম ক্ষেত্রপাল পলাতক।
আরও পড়ুন-তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত দিনহাটা, বোমা-গুলির আঘাতে ভাঙল পুলিসের গাড়ির কাচ
চিরকালই মাছ ধরার প্রবল নেশা ছিল জয়দেববাবুর। সুযোগ পেলেই বাড়ির কাছে বেহুলা নদীতে চলে যেতেন ছিপ নিয়ে। কিন্তু শনিবার ছিপ নিয়ে গিয়ে বসেন গ্রামেরই এক পুকুরে। তাতেই বিপত্তি।
জয়দেবকে হাতেনাতে ধরে ফেলেন পুকুরমালিক রাম ক্ষেত্রপাল। অভিযোগ, প্রথমে জয়দেবকে কলার ধরে মারধর করেন রাম ক্ষেত্রপাল। পারে তাকে গাছে বেঁধে মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় কোনওক্রমে বাড়ি ফেরেন জয়দেববাবু। সেখানেই অসুস্থ হয়ে পড়েন।
আরও পড়ুন-বাবুঘাটে এবার প্যাকেজে তর্পণ! একই সঙ্গে পাতপেড়ে ভুঁড়িভোজ আর গঙ্গাবক্ষে ভ্রমণ
আশঙ্কাজনক অবস্থা জয়দেববাবুকে প্রথমে এলাকার এক কোয়াক ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়। তাঁর পরামর্শে তাঁকে ভর্তি করা হয় কালনা মহকুমা হাসপাতালে। সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। এদিকে, জয়দেববাবুর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই বাড়ি ছেড়ে চম্পট দেন রাম ক্ষেত্রপাল।