বোতামে লাগানো সুগন্ধি, কে কে ভোট দেননি আঙুল শুঁকে বার করল তৃণমূল কর্মীরা

ভোটাররা ভোট দিয়ে বেরোলেই তাঁদের আঙুলের গন্ধ শুঁকে বার করছেন কে তৃণমূলকে ভোট দিয়েছেন আর কে দেননি।

Updated By: Apr 30, 2019, 10:27 PM IST
বোতামে লাগানো সুগন্ধি, কে কে ভোট দেননি আঙুল শুঁকে বার করল তৃণমূল কর্মীরা

নিজস্ব প্রতিবেদন: সত্যিই ভোটটা তৃণমূলকে দিয়েছেন তো ভোটার? জানতে গন্ধবিচারের পথে হাঁটল তৃণমূল। দলের ভোটারদের চিহ্নিত করতে ভোট মেশিনে লাগিয়ে দেওয়া হল আতর। ভোটার ভোট দিয়ে বেরনোর পর আঙুলের গন্ধ শুঁকে নিশ্চিত করা হল সত্যিই ভোটটা তিনি তৃণমূল প্রার্থীকে দিয়েছেন কি না। 

 

ঘটনা মঙ্গলকোটের বকুলিয়া ১৩২ নম্বর বুথে। অভিযোগ, সেখানে প্রার্থী অসিত মালের বোতামে আতর মাখিয়ে রাখেন তৃণমূলকর্মীরা। ভোটাররা ভোট দিয়ে বেরোলেই তাঁদের আঙুলের গন্ধ শুঁকে বার করছেন কে তৃণমূলকে ভোট দিয়েছেন আর কে দেননি। গন্ধ পাওয়া না-গেলে পরিণাম ভুগতে হবে বলে হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ কয়েকজনের। 

অভিযোগ, বোলপুরের ওই বুথ কার্যত দখল করে রেখেছিলেন তৃণমূল কর্মীরা। অন্য দলের ভোটার দেখলেই বাড়ি ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। তবে এই নিয়ে কমিশনে এখনো কোনও রাজনৈতিক দল অভিযোগ দায়ের করেনি।    

.