Monoranjan Byapari: 'আসছি আমি বলাগড়ে, এবার খেলা জমে যাবে!' অকথ্য গালাগালি, হুঁশিয়ারি মনোরঞ্জনের
ফের বিস্ফোরক মনোরঞ্জন ব্যাপারী। দুর্নীতি-অভিযোগের পর এবার অফিস ভাঙচুরে তোপ। ফেসবুকে জেলার যুবনেত্রীকে বেলাগাম আক্রমণ বিধায়কের। কলকাতা থেকে বলাগড় ফিরেই পাল্টা দেওয়ার হুঁশিয়ারি। সঙ্গে অকথ্য গালাগালি।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শাসকদলের কোন্দলে তুলকালাম বলাগড়ে। তুমুল বাগযুদ্ধের পর রাতে বিধায়কের কার্যালয়ে হামলা। ভাঙচুর তাণ্ডব। কলকাতা থেকেই ফের রুনা খাতুনকে দোষারোপ মনোরঞ্জন ব্যাপারীর। অভিযোগ পত্রপাঠ খারিজ যুবনেত্রীর। ফেসবুক অ্যাকাউন্টে ফের বিস্ফোরক মনোরঞ্জন ব্যাপারী। দুর্নীতি-অভিযোগের পর এবার অফিস ভাঙচুরে তোপ। ফেসবুকে জেলার যুবনেত্রীকে বেলাগাম আক্রমণ বিধায়কের।
কলকাতা থেকে বলাগড় ফিরেই পাল্টা দেওয়ার হুঁশিয়ারি। সঙ্গে অকথ্য গালাগালি। তিনি লিখেছেন, 'আমি এখন কলকাতায়। খবর পাওয়া গেছে রুনা খাতুন নাকি তাঁর দলবল পাঠিয়ে আমার বিধায়ক অফিস ভাঙচুর করছে। এবার আমার পাল্টা দেবার সময়। আসছি আমি বলাগড়ে। এবার খেলা জমে যাবে। শাসক-কোন্দলে পোয়াবারো বিরোধীদের। গোষ্ঠীদ্বন্দ্বে বলাগড় ছেড়ে পালিয়েছেন বিধায়ক। বঞ্চিত সাধারণ মানুষ। বিজেপির পোস্টারে ছয়লাপ এলাকা। বিধানসভা আসনে উপ নির্বাচনের দাবিতে দেওয়ালে দেওয়ালে লিফলেট।'
নাম না করে তৃণমূল যুবনেত্রী তথা বলাগড়ের জেলা পরিষদের সদস্য রুনা খাতুনকে ‘ফুলন দেবী’ বলে বুধবার সকালে আক্রমণ শানিয়েছিলেন মনোরঞ্জন। এই আক্রমণের পরে পাল্টা সুর চড়িয়েছিলেন রুনাও। বলাগড়ে শুরু হওয়া এই রাজনৈতিক চাপানউতোরের মধ্যেই বুধবার রাতে মনোরঞ্জনের করা নতুন একটি ফেসবুক পোস্ট ঘিরে বিতর্ক শুরু হয়েছে।
বুধবার বলাগড়ের বিধায়ক মনোরঞ্জনের একটি ফেসবুক পোস্ট নিয়ে তোলপাড় শুরু হয়। তিনি দুঃখপ্রকাশ করে জানান, নিজের বিধানসভা কেন্দ্র থেকে তাঁকে বাধ্য হয়ে দূরে থাকতে হচ্ছে। কিন্তু কেন তিনি বলাগড় বিধানসভা থেকে দূরে বসে আছেন? মনোরঞ্জন ফেসবুকে লেখেন, ‘‘সেই কদাকার ঘটনাক্রম নিয়ে আগামী ৭ জানুয়ারি রাত ৮টার সময় আমি ফেসবুক লাইভ করতে চলেছি।’’
আরও পড়ুন, Bengal Weather: নতুন বছরে ঘনিয়ে আসছে ঘূর্ণাবর্ত! শীতের আমেজ বাড়তেই ফের বৃষ্টির সতর্কতা জেলায় জেলায়
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)