বল ভেবে হাত দিয়ে ধরতেই ফাটল বোমা, আশঙ্কাজনক কিশোর

ভাইবোন মিলে এলাকারই একটি আম বাগানে খেলা করছিল।  সেখানেই তারা বলের মতো বস্তুটি দেখতে  পায়।

Updated By: Dec 30, 2018, 04:56 PM IST
বল ভেবে হাত দিয়ে ধরতেই ফাটল বোমা, আশঙ্কাজনক কিশোর

নিজস্ব প্রতিবেদন : বল ভেবে খেলা করতে গিয়ে বোমা ফেটে আহত হল দ্বিতীয় শ্রেণির এক পড়ুয়া। আহত ছাত্রের নাম দেব বর্মন। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থানার উত্তর রূপাহার গ্রামে।

আহত শিশুটি বর্তমানে রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিত্সাধীন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিস।

আরও পড়ুন, ফেসবুকে আলাপ, শারীরিক সম্পর্ক, তারপরই তরুণী জানতে পারল আসল ঘটনা

জানা গিয়েছে, রবিবার দুপুরে দুই ভাইবোন মিলে এলাকারই একটি আম বাগানে খেলা করছিল।  সেখানে তারা একটি বলের মতো বস্তু দেখতে  পায়। সেটিকে বল ভেবে নিয়ে এসে খেলতে গেলেই বোমাটি ফেটে যায়। বিকট শব্দে কেপে ওঠে এলাকা। ধোঁয়ায় ভরে যায় যায় চারপাশ।

শব্দে পেয়ে স্থানীয়রা আম বাগানে ছুটে আসেন। এসে তাঁরা দেখেন, দেবের হাত থেকে অঝোরে রক্ত  ঝরছে। সঙ্গে সঙ্গেই তাকে তাকে রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে ছুটে আসেন রায়গঞ্জ থানার পুলিস।

আরও পড়ুন, পছন্দ নয়! বিয়ের ২১ বছর পর পুত্রবধূকে পুড়িয়ে খুন শাশুড়ি-ননদের

বোমা কোথা থেকে এল? কী কারণে আম বাগানের মধ্যে বোমা রাখা হয়েছিল? কারা বোমা রেখেছিল? সবদিক খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে পুলিস। এলাকাবাসীর দাবি, এলাকায় অপরাধমূলক কাজকর্ম বৃদ্ধি পেয়েছে। স্থানীয় দুষ্কৃতীরাই আম বাগানে বোমা মজুত করেছিল।

.