নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলা, ২৪ ঘণ্টায় মাঝারি বৃষ্টির সম্ভাবনা উপকূলবর্তি জেলাগুলিতে

উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ভারী বৃষ্টির কোনও সতর্কতা নেই

Updated By: Aug 25, 2019, 08:46 AM IST
নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলা, ২৪ ঘণ্টায় মাঝারি বৃষ্টির সম্ভাবনা উপকূলবর্তি জেলাগুলিতে

নিজস্ব প্রতিবেদন: শনিবার ছিঁটেফোঁটা বৃষ্টিতে ভিজেছে শহরতলি। ববিবার সকাল থেকেই কলকাতার আকাশ কিছুটা মেঘলা। আবহওয়া দফতরের পূর্বাভাস, সকালে বজ্রবিদ্যুত্-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই ২৪ পরগনা ও পূর্ব মোদিনীপুরে।

আরও পড়ুন-পাকিস্তানের চেষ্টা জলে, মোদীকে সর্বোচ্চ নাগরিক সম্মান দিলেন আমিরশাহির যুবরা

এদিকে, ওড়িশার উপকূলবর্তি অঞ্চলে তৈরি হয়েছে একটি নিম্নচাপ। এর সঙ্গে যোগ হয়েছে দক্ষিণ বাংলাদেশ সংলগ্ন পশ্চিমবঙ্গে তৈরি হওয়া একটি ঘূর্ণাবর্ত। এর ফলেই আগামী ২৪ ঘণ্টায় হালকা ও মাঝারি বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণবঙ্গের উপকূলবর্তি ও পশ্চিমের জেলাগুলি। উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ভারী বৃষ্টির কোনও সতর্কতা নেই।

আরও পড়ুন-শ্রীনগর থেকে ফেরত পাঠানো হল বিরোধীদের, স্বাভাবিক পরিস্থিতি নেই, মন্তব্য রাহুলের  

উল্লেখ্য, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এমনিতেই বৃষ্টির ঘাটতি ছিল। ফলে আমন চাষে সমস্যায় পড়েছিলেন চাষীরা। গত ২ সপ্তাহ ধরে টানা বৃষ্টিতে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তা অনেকটাই কমেছে। ফলে কিছুটা স্বস্তি চাষিদের মধ্যে।  

.