সন্ত্রাস করে বিজেপিকে রুখতে পারবে না তৃণমূল, মমতাকে ফ্যসিস্ত বলে হুঙ্কার মুকুলের

মুকুলের অভিযোগ, মুখ্যমন্ত্রী মুখে গণতন্ত্রের পথে চললেও আদপে তিনি ফ্যাসিবাদ কায়েমের চেষ্টা করছেন। সঙ্গে মুকুলের দাবি, তৃণমূলের কোনও নীতি আদর্শ নেই। তিনি বলেন, 'কংগ্রেস, সিপিএম, আরএসপি সবার নীতি আদর্শ আছে। তৃণমূলকে জিজ্ঞাসা করুন তাদের আদর্শ কী? বলতে পারবে না।' 

Updated By: Apr 2, 2018, 09:31 PM IST
সন্ত্রাস করে বিজেপিকে রুখতে পারবে না তৃণমূল, মমতাকে ফ্যসিস্ত বলে হুঙ্কার মুকুলের

ওয়েব ডেস্ক: পঞ্চায়েত ভোটের মনোনয়ন পেশ শুরু হতেই সন্ত্রাসের পরিবেশ তৈরি করছে তৃণমূল। সোমবার এমনই গুরুতর অভিযোগ তুলল রাজ্য বিজেপি। সঙ্গে তৃণমূলকে নীতি-আদর্শহীন দল বলেও মন্তব্য করেন বিজেপি নেতা মুকুল রায়।
সোমবার কলকাতায় রাজ্য বিজেপির সদর দফতরে সাংবাদিক বৈঠক করেন মুকুল রায়। বৈঠকে তিনি তৃণমূলের দিকে একের পর এক তির ছোঁড়েন। মুকুলের অভিযোগ, পঞ্চায়েত নির্বাচনের ঘোষণা হতেই সন্ত্রাস শুরু করেছে তৃণমূল। পূর্ব মেদিনীপুর, বর্ধমান, বীরভূম থেকে দক্ষিণ ২৪ পরগনা, বিভিন্ন জায়গায় বিডিও অফিসে দুষ্কৃতীবাহিনী মোতায়েন করেছে তৃণমূল। বিরোধীরা মনোনয়ন পেশ করতে গেলেই তাদের মারধর করে হাতে তৃণমূলের পতাকা ধরিয়ে দিচ্ছে দুষ্কৃতীরা।' 

মাঠপুকুর খুনে যাবজ্জীবন প্রাক্তন তৃণমূল কাউন্সিলর শম্ভুনাথ কাউয়ের

মুকুলের অভিযোগ, মুখ্যমন্ত্রী মুখে গণতন্ত্রের পথে চললেও আদপে তিনি ফ্যাসিবাদ কায়েমের চেষ্টা করছেন। সঙ্গে মুকুলের দাবি, তৃণমূলের কোনও নীতি আদর্শ নেই। তিনি বলেন, 'কংগ্রেস, সিপিএম, আরএসপি সবার নীতি আদর্শ আছে। তৃণমূলকে জিজ্ঞাসা করুন তাদের আদর্শ কী? বলতে পারবে না।' 

সঙ্গে মুকুলের হুঙ্কার, 'সন্ত্রাস করে বিজেপিকে রুখতে পারবে না তৃণমূল। বামেরাও সন্ত্রাস করে টিকে থাকতে পারেনি। তৃণমূলও পারবে না। মানুষের জয় হবেই। ভারতের গণতন্ত্র সুদৃঢ় ভিতের ওপর প্রতিষ্ঠিত।'  

.