চোখের সামনে ভৈরবের গর্ভে ডুবে গেল আস্ত একটা বাস, শেষ বাঁচার আর্তি যাত্রীদের! দেখুন দুর্ঘটনার ভিডিও
রেলিং ভেঙে যাত্রী বাস তখন ডুবে যাচ্ছে ভৈরবের গর্ভে। বাসের জানলা দিয়ে কিছু মানুষ লাফ দিয়ে বেরিয়ে এসেছেন। জলে পড়ে সাঁতরে বাঁচার চেষ্টা করছেন। সেই দৃশ্য এক স্থানীয় বাসিন্দার মোবাইলে ক্যামেরাবন্দি হয়েছে। দুর্ঘটনার ঠিক সেই মুহূর্তের ভিডিও দেখলে শরীর দিয়ে হিম রক্ত বইবে...
নিজস্ব প্রতিবেদন: কুয়াশা মাখা ভোরে তখনও ব্যস্ততা শুরু হয়নি। মুর্শিদাবাদের ভৈরব নদীর ওপর বালিরঘাটের ধারে চায়ের দোকানে তখন গুটি কয়েক লোক। আমচকাই বিকট শব্দ। তখনও স্থানীয়রা বুঝতে পারেননি ঠিক কী ঘটেছে। চোখ সেতুর ধারে পড়তেই হাড় হিম সকলের। সঙ্গে বুক ফাটা আর্তনাদ। রেলিং ভেঙে যাত্রী বাস তখন ডুবে যাচ্ছে ভৈরবের গর্ভে। বাসের জানলা দিয়ে কিছু মানুষ লাফ দিয়ে বেরিয়ে এসেছেন। জলে পড়ে সাঁতরে বাঁচার চেষ্টা করছেন। সেই দৃশ্য এক স্থানীয় বাসিন্দার মোবাইলে ক্যামেরাবন্দি হয়েছে। দুর্ঘটনার ঠিক সেই মুহূর্তের ভিডিও দেখলে শরীর দিয়ে হিম রক্ত বইবে...
ভিডিও দেখলে স্পষ্টই বোঝা যাচ্ছে, যাত্রীরা কীভাবে বাঁচার শেষ আর্তি জানাচ্ছেন। প্রথমে দেখে হকচকিয়ে যান স্থানীয়রা। মুহূর্তে জড়ো হয়ে যায় শয়ে শয়ে লোক। তাঁরাই নদীতে ঝাঁপ দিয়ে উদ্ধারকাজ শুরু করেন। কিন্তু সঠিকভাবে প্রশিক্ষিত না হওয়ায়, কূলকিনারা করতে পারছিলেন না কেউই। তাঁরাই ৭ জন যাত্রীকে উদ্ধার করেন। খবর দেওয়া হয় পুলিসে। গ্রামবাসীরাই নৌকা নিয়ে নদীতে নামেন। মাঝিরাও চেষ্টা চালাতে থাকেন যাত্রীদের উদ্ধারে। বাসের অস্বস্তি মিললেও, তার মধ্যে আটকে পড়া যাত্রীদের বার করতে আনতে বেগ পেতে হয় তাঁদের। গোটা বিষয়টি ধরা পড়েছে এই ভিডিওয়, যা সত্যিই শিউরে ওঠার মতো।