Diamond Harbour: পরিবারে কেউ নেই! হিন্দু বন্ধুর শেষকৃত্য করলেন মুসলিম যুবকই....
ডায়মন্ড হারবার পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছিলেন তিলক রায়। গত তিন মাস ধরে নানা অসুখে ভুগছিলেন তিনি। রবিবার রাতে মৃত্যু হয় তাঁর।
নকিবুদ্দিন গাজী: বাবা-মা প্রয়াত। পরিবারে আর কেউ নেই! অসুস্থ অবস্থায় প্রৌঢ়কে হাসপাতালে ভর্তি করেছিলেন বন্ধুবান্ধবরাই। মৃত্যুর পর শেষকৃত্য সম্পন্ন করলেন এক মুসলিম বন্ধু। কীভাবে? হিন্দু রীতি মেনেই। সম্প্রীতির নজির দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারে।
ঘটনাটি ঠিক কী? ডায়মন্ড হারবার পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছিলেন তিলক রায়। গত তিন মাস ধরে নানা অসুখে ভুগছিলেন তিনি। রবিবার যখন অসুস্থ হয়ে পড়েন, তখন আরও কয়েকজনকে সঙ্গে নিয়ে ওই প্রৌঢ়কে হাসপাতালে ভর্তি করেন তাঁর বন্ধু রেজাউল করিম মল্লিক। ডায়মন্ড হারবারেরই ১৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা তিনি।
আরও পড়ুন: Maynaguri: বাড়িতে চলছে বিয়ের প্রস্তুতি, একা ঘরে আত্মহত্যা কনের!
তারপর? হাসপাতালে ভর্তি করেও শেষরক্ষা হয়নি। রাতেই মৃত্যু হয় তিলকের। এরপর হিন্দু রীতি মেনে বন্ধুর শেষকৃত্য সম্পন্ন করেন রেজাউলই। তিনি বলেন, 'তিলকদার বাবা বিদ্যুৎ দফতরে কাজ করতেন। তাঁর মা স্থানীয় স্কুলের শিক্ষিকা ছিলেন। তাঁরা দু’জনেই গত হয়েছেন। ওঁর পরিবারে আর কেউ নেই'। রেজাউলের পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই।