প্রধানমন্ত্রী হিসেবে লালকেল্লা থেকে এবারই শেষ ভাষণ দেবেন মোদী, দাবি ডেরেকের
উত্তরপূর্বে কংগ্রেসকে প্রায় মুছে দেওয়ার পরও পরবর্তি লোকসভা নির্বাচনে কেন্দ্রে বিজেপির ফেরার কোনও লক্ষণ দেখছেন না ডেরেক
নিজস্ব প্রতিবেদন: উত্তরপূর্বে কংগ্রেসকে প্রায় মুছে দেওয়ার পরও পরবর্তি লোকসভা নির্বাচনে কেন্দ্রে বিজেপির ফেরার কোনও লক্ষণ দেখছেন না ডেরেক ও’ব্রায়েন। তৃণমূল সাংসদের দাবি, এ বছর স্বাধীনতা দিবসের ভাষণই হবে লালকেল্লা থেকে মোদীর শেষ ভাষণ। সেই দেওয়াল লিখন তিনি দেখতে পাচ্ছেন।
PM Narendra Modi will deliver his last speech as Prime Minister from ramparts of Red Fort on 15 Aug 2018. Writing is on the wall. In 2019, he will not deliver that speech in Red Fort. This is our challenge on behalf of TMC and all the opposition parties: Derek O'Brien, MP TMC pic.twitter.com/M2nM64vF3N
— ANI (@ANI) March 4, 2018
সাংবাদিকদের সঙ্গে কথা প্রসঙ্গে ডেরেক বলেন, ‘২০১৮ সালের ১৫ আগস্ট লালকেল্লা থেকে ভাষণই হবে প্রধানমন্ত্রী হিসেবে মোদীর শেষ ভাষণ। ২০১৯ সালে তিনি আর ওই সুযোগ পাবেন না। তৃণমূল ও বিরোধী দলগুলির পক্ষ থেকে এটা আমাদের চ্যালেঞ্জ।’
আরও পড়ুন-সরকারি বাংলোতে গভীর রাত পর্যন্ত উচ্চস্বরে মাইক বাজিয়ে চলল ডিজে!
উল্লেখ্য, তৃতীয় ফ্রন্ট গড়ার লক্ষ্যে টিআরএস প্রধান চন্দ্রশেখর রাওয়ের প্রতি তৃণমূল নেত্রীর সমর্থন জানানোর একদিন পরেই একথা বললেন ডেরেক। তৃতীয় ফ্রন্ট গড়া প্রসঙ্গে চন্দ্রশেখর রাও সংবাদ মাধ্যমে জানিয়েছেন, ‘জাতীয় রাজনীতির মান উন্নয়ণ সময়ে সবচেয়ে বড় প্রয়োজন। গত ৭০ বছরে এক্ষেত্রে কোনও দল আসেনি। বিজের কেন্দ্র থেকে সরলে কিছুটা উন্নতি হতে পারে।’