নিত্যযাত্রীদের জন্য সুখবর, লম্বা হচ্ছে শিয়ালদা ৪এ প্ল্যাটফর্ম, বাড়ছে ১২ কোচের ট্রেন

আরও প্রায় ২০টি অতিরিক্ত ১২ কোচের ট্রেন চালানো যাবে সেক্ষেত্রে।

Updated By: Aug 16, 2019, 02:39 PM IST
নিত্যযাত্রীদের জন্য সুখবর, লম্বা হচ্ছে শিয়ালদা ৪এ প্ল্যাটফর্ম, বাড়ছে ১২ কোচের ট্রেন

নিজস্ব প্রতিবেদন : আপনি কি শিয়ালদা নর্থ দিয়ে নিত্য যাতায়াত করেন? রোজ ভিড় ঠেলে ট্রেনে উঠতে হয়? নামতে হয়? তবে আপনার জন্য সুখবর রয়েছে। পুজোর আগেই মিলতে চলেছে 'উপহার'।

শিয়ালদায় তৈরি হল আরও একটি ১২ কোচের ট্রেন দাঁড়াতে পারে, এমন প্ল্যাটফর্ম। না, একদম নতুন কোনও প্ল্যাটফর্ম নয়। শিয়ালদা নর্থ শাখায় ৪এ প্ল্যাটফর্মটিকে সংস্কার করে ১২ কোচের ট্রেনের উপযোগী করে তোলা হয়েছে। এরফলে অফিস টাইমে নিত্যযাত্রীদের সুবিধা হবে বলে আশা রেলের।

রেল সূত্রে খবর, এই মুহূর্তে ৬০টি ১২ কোচের ট্রেন চলছে। এখন নতুন ৪এ প্ল্যাটফর্মটি চালুর পর বাড়বে ১২ কোচের ট্রেনের সংখ্যা। আরও প্রায় ২০টি অতিরিক্ত ১২ কোচের ট্রেন চালানো যাবে সেক্ষেত্রে। এখন অফিস টাইমে ট্রেনের সংখ্যা বাড়লে, খুব স্বাভাবিকভাবেই ভাগ হয়ে যাবে যাত্রী চাপ। যার ফলে কিছুটা হলেও স্বস্তি মিলবে নিত্যযাত্রীদের।

আরও পড়ুন, ইস্ট-ওয়েস্ট ট্রায়াল রানের দায়িত্ব KMRCL-এর হাত থেকে নিচ্ছে মেট্রো কর্তৃপক্ষ

উল্লেখ্য, ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ট্রায়াল রান। ফলে পুজোর আগেই পুরোদস্তুর ট্রেন চলাচল শুরু হয়ে যাবে বলে আশা।

.