North 24 Pargana: খাদ্যে বিষক্রিয়া! অসুস্থ একই এলাকার ৮০ জন
খাদ্যে বিষক্রিয়ার ফলে প্রায় ৮০ জন অসুস্থ হয়ে পড়েছেন। তাদের মধ্যে বেশ কয়েক জন হাসপাতালে ভর্তি।
নিজস্ব প্রতিবেদন: এবার খাদ্যে বিষক্রিয়া হয়ে অসু্স্থ হয়ে পড়ল প্রায় গোটা এলাকা। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় হাসপাতালেও ভর্তি করতে হয়েছে। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগণার হাড়োয়ার নোয়াপাড়া এলাকায়।
সেখানে খাদ্যে বিষক্রিয়ার ফলে প্রায় ৮০ জন অসুস্থ হয়ে পড়েছেন। তাদের মধ্যে বেশ কয়েক জন হাসপাতালে ভর্তি। প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার হাড়োয়ার নোয়াপাড়ায় এক ফুচকায়ালার কাছ থেকে গ্রামের মানুষ ফুচকা খাওয়ার পর থেকে অসুস্থ হয়ে পড়তে থাকে। পেট ব্যাথা, বমি সঙ্গে বার বার মলত্যাগও শুরু হয়।
অসুস্থদের মধ্যে পুরুষ, মহিলা ও শিশুরাও রয়েছে। সকাল থেকে যত সময় যায় অসুস্থার সংখ্যা বাড়তে থাকে। স্থানীয় চিকিৎসক ছাড়াও কুলগাছি গ্রামীন হাসপাতাল ও হাড়োয়া হাসপাতালে অনেককে চিকিৎসার জন্যে নিয়ে আসা হয়।
রাতেও অনেকেই নতুন করে অসুস্থ হয়ে পড়ায় হাড়োয়া গ্রামীণ হাসপাতালে তাদের নিয়ে এসে ভর্তি করে স্যালাইন দেওয়া হয়। সোমবার রাতে খবর পেয়ে অসুস্থদের দেখতে হাড়োয়া থানার পুলিস ছুটে আসে গ্ৰামীণ হাসপাতালে।
আরও পড়ুন, Asansol: খুনে অভিযুক্তদের থানা থেকে 'ছাড়িয়েছেন' কাউন্সিলর, অভিযোগে স্থানীয়দের বিক্ষোভ