লাদাখে অভিযানে গিয়ে নিখোঁজ পেম্বা শেরপা

শুক্রবার রাতে পেম্বার দাদার কাছে ফোনে তাঁর নিখোঁজ হওয়ার খবর জানানো হয়। সকালে সেখবর পেম্বার স্ত্রীকে জানান দাদা। ২৯ জুন পরিবারের সঙ্গে শেষবার কথা হয় পেম্বার। তিনি জানান, এর পর তাঁরা মোবাইল পরিষেবা সীমার বাইরে থাকবেন। ফলে কথা হবে না ফোনে। 

Updated By: Jul 14, 2018, 05:41 PM IST
লাদাখে অভিযানে গিয়ে নিখোঁজ পেম্বা শেরপা

নিজস্ব প্রতিবেদন: অভিযানে গিয়ে নিখোঁজ বহু পর্বতাভিযানের নেতা পেম্বা শেরপা। শুক্রবার লাদাখের সেসেরকাংড়ি অভিযানে গিয়ে নিখোঁজ হন তিনি। বরফের একটি ফাটলে পড়ে যান অভিজ্ঞ এই পর্বতারোহী। দুর্ঘটনার সময় তাঁর সঙ্গে ছিলেন পর্বতারোহী বসন্ত সিংহরায়। ঘটনার পর সময় যত কাটছে উদ্বেগ ততই বাড়ছে পেম্বার জন্য। 

আট বারের এভারেস্ট আরোহী পেম্বা শুক্রবার সকাল ৮টায় সেসেরকাংড়ির ৪ শিখর স্পর্শ করেন। সামিট করে ফেরার পথে ঘটে পড়ে গিয়ে ঘটে দুর্ঘটনা। একটি পা পিছলে ক্রিভাসে পড়ে যান তিনি। পেম্বার স্ত্রী জানিয়েছেন, গত ১৯ জুন অভিযানে অংশগ্রহণ করতে বাড়ি থেকে বেরিয়ে ছিলেন পেম্বা। সঙ্গে ছিলেন আরও ৪ জন। জানিয়ে গিয়েছিলেন, মানালি হয়ে লাদাখ যাবেন তাঁরা। ফিরে আসবেন দ্রুত। 

শুক্রবার রাতে পেম্বার দাদার কাছে ফোনে তাঁর নিখোঁজ হওয়ার খবর জানানো হয়। সকালে সেখবর পেম্বার স্ত্রীকে জানান দাদা। ২৯ জুন পরিবারের সঙ্গে শেষবার কথা হয় পেম্বার। তিনি জানান, এর পর তাঁরা মোবাইল পরিষেবা সীমার বাইরে থাকবেন। ফলে কথা হবে না ফোনে। 

জমি কিনে ফেলে রাখলে গুনতে হবে মোটা জরিমানা, জানাল নবান্ন

ওদিকে দুর্ঘটনাস্থল থেকে পাওয়া খবর অনুসারে, দুর্গম ওই এলাকায় উদ্ধারকাজের জন্য দরকার হেলিকপ্টার। কিন্তু ভারত - তিব্বত সীমান্তের ওই এলাকায় অসামরিক হেলিকপ্টার ওড়ার অনুমতি নেই। ফলে একমাত্র বায়ুসেনার সাহায্যেই সম্ভব উদ্ধারকাজ। ইতিমধ্যে নিজেদের উদ্যোগে উদ্ধারকাজ শুরু করেছে ইন্দো - তিব্বত সীমান্ত পুলিস। তবে পেম্বার কোনও খোঁজ এখনো মেলেনি। ওদিকে সময়ের সঙ্গে সঙ্গে ক্রমশ কমছে পেম্বার জীবনের আশা। স্ত্রী ছাড়াও ২ মেয়ে ও ১ ছেলে রয়েছে তাঁর। পেম্বার নিখোঁজ হওয়ার খবরে বিপর্যস্ত তারা। 

.