Post Poll Violence: ভোট পরবর্তী অশান্তির তদন্ত, অনুব্রতর গড়ে তৃণমূল পার্টি অফিসে হানা সিবিআইয়ের
বিধানসভা নির্বচনের ফলাফল প্রকাশের দিন ইলামবাজারের গোপালনগর গ্রামে খুন হন গৌরভ সরকার নামে এক বিজেপি কর্মী
নিজস্ব প্রতিবেদন: ভোট পরবর্তী অশান্তির তদন্ত করছে সিবিআই। ভোট পরবর্তীকালে রাজ্যে বিরোধী দলের যেসব সমর্থক মারা গিয়েছেন তাদের অনেকের বাড়িতেই গিয়েছে কেন্দ্রীয় তদন্ত সংস্থা। এবার সোজা তৃণমূল কার্যালয়ে হানা দিলেন সিবিআইয়ের তদন্তকারীরা। তাও খোদ অনুব্রত মণ্ডলের জেলায়।
আরও পড়ুন-FT Ranking 2021: বিশ্বের সেরা ১০০টি বিজনেস স্কুলের মধ্যে ঠাঁই পেল ছ'টি ভারতীয় প্রতিষ্ঠান
মঙ্গলবার বীরভূমের ইলামবাজারে তৃণমূল ব্লক কমিটির কার্যালয়ে হানা দেন সিবিআইয়ের ৪ আধিকারিক। তবে লক্ষ্যনীয় বিষয় হল ভোট পরবর্তী হিংসার তদন্তে এই প্রথম তৃণমূলের কার্যালয়ে হানা দিল সিবিআই।
বিধানসভা নির্বচনের ফলাফল প্রকাশের দিন ইলামবাজারের গোপালনগর গ্রামে খুন হন গৌরভ সরকার নামে এক বিজেপি কর্মী। সেই ঘটনার তদন্তে নেমে সোমবারই দিলীপ মির্ধা নামে একজনকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্ত সংস্থা। বিজেপির অভিযোগ, ফল ঘোষণার পরই গৌরবের উপরে চড়াও হয় শাসক দলের কর্মী-সমর্থকরা। জানা গিয়েছে, ওই ঘটনার ব্যাপারে তৃণমূলের নেতা-কর্মীদের কাছ থেকে তথ্য নিতেই হানা দেয় সিবিআই। পাশাপাশি, এদিন এক তৃণমূল নেতাকে নোটিসও দিয়েছে সিবিআই।
আরও পড়ুন-Jalpaiguri: জ্বর-সর্দি-কাশি নিয়ে শিলিগুড়ি সদর হাসপাতালে ভর্তি ৭০ শিশু, আউটডোরেও বাড়ছে ভিড়
এদিকে, পাটি অফিসে সিবিআই হানার পেছনে রাজনীতি রয়েছে বলে দাবি করেছেন ইলামবাজার ব্লক তৃণমূল সভাপতি ফজলুর রহমান। শাসকদলের ইমেজে কালি ছেটাতেই এভাবে পার্টি অফিসে এসেছে কেন্দ্রীয় তদন্ত সংস্থা।
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)