শান্তিনিকেতনে পৌষমেলা আর ৬দিনের বেশি নয়, জানাল আদালত

Updated By: Nov 1, 2017, 05:53 PM IST
শান্তিনিকেতনে পৌষমেলা আর ৬দিনের বেশি নয়, জানাল আদালত

নিজস্ব প্রতিনিধি:  শান্তিনিকেতনের পৌষমেলা এবার থেকে আর ৬দিনের বেশি করা যাবে না। দূষণমুক্তি লক্ষ্যে নির্দেশ দিল পরিবেশ আদালত।

আরও পড়ুন: দ্রুত শিক্ষক নিয়োগে মরিয়া রাজ্য, সুযোগ 'সবার জন্য'

প্রসঙ্গত এই কারণেই গত বছর পৌষমেলার রাশ টেনে তিন করার নির্দেশ দিয়েছিল পরিবেশ আদালত। বিশ্বভারতী কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে তিন দিন পৌষমেলার নির্দেশ দিলেও, বাস্তবে দেখা যায় বেশ কিছু দিন ধরেই শান্তিনিকেতন চত্বরে মেলা চলে। মেলাতে এমনিতেই অবৈধভাবে জল ও জেনারেটর ব্যবহার করা হয় বলে অভিযোগ।  পৌষমেলা অনেকদিন ধরে চলার ফলে শান্তিনিকেতনের পরিবেশ নষ্ট হচ্ছে, এই অভিযোগ তুলে পরিবেশ আদালতের দ্বারস্থ হয়েছিলেন পরিবেশবিদরা। তারপরই আদালত নির্দেশ দিয়েছিল, তিন দিনের বেশি পৌষমেলা চলবে না। এই রায়ে গত বছর কিছুটা হলেও বিপাকে পড়েছিলেন ব্যবসায়ীরা। এই মেলাতে যাঁরা পসরা সাজিয়ে বসেন, তাঁদের রুজিরুটি অনেকটা এর ওপরই নির্ভর করে। এই বিষয়টিও আদালতের কাছে তুলে ধরে বিশ্বভারতী। তার ভিত্তিতেই আদালতের এই রায়। আদালত একটি তিন সদস্যের কমিটি গড়ারও নির্দেশ দিয়েছে। এই কমিটি মেলা চলাকালীন বিশ্বভারতীর পরিবেশের ওপর নজর রাখবে।

আরও পড়ুন: বিনিয়োগ টানতে বাণিজ্য নগরীতে মমতা বন্দ্যোপাধ্যায়

 

.