কাকভোরে ধেয়ে এল প্রবল ঘূর্ণিঝড়, লন্ডভন্ড চাকদা-শান্তিপুরের বেশকিছু এলাকা

কয়েক মিনিটের ঝোড়ো হাওয়াতে শেষ সম্বলটুকু শেষ করে দিয়েছে বহু গ্রামবাসীর

Updated By: May 27, 2021, 12:35 PM IST
কাকভোরে ধেয়ে এল প্রবল ঘূর্ণিঝড়, লন্ডভন্ড চাকদা-শান্তিপুরের বেশকিছু এলাকা

নিজস্ব প্রতিবেদন: ইয়াস চলে গেলেও রেহাই নেই। কয়েক মুহুর্তের ঘূর্ণিঝড়ে লন্ডভন্ড হয়ে গেল নদিয়ার চাকদা ও শান্তিপুর বাগআঁচড়া এলাকার বেশ কিছু জায়গা।

আরও পড়ুন-৪৮ ঘণ্টার মধ্যেই ভারতে পাঠানো হবে মেহুল চোকসিকে : অ্যান্টিগার প্রধানমন্ত্রী

বৃহস্পতিবার কাকভোরে প্রবল ঘূর্ণিঝড়ে ব্যাপক ক্ষতি হয়েছে নদিয়ার চাকদা(Chakdaha) পৌরসভা এলাকার ৪,৯ ও ১০ নম্বর ওয়ার্ড। এছাড়া চাঁদুরিয়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের পোড়াডাঙ্গা মুকুন্দনগর গ্রামে ব্যাপক ক্ষতি হয়েছে। প্রচুর গাছপালা ভেঙে পড়েছে রাস্তায়, ক্ষতিগ্রস্ত বহু বাড়ি। একাধিক বাড়ির ছাউনি উড়ে গিয়েছে। কোথাও কোথাও খুঁটি উপড়ে এলাকায় বিদ্যুত্ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। প্রশাসন ও স্থানীয় মানুষের তৎপরতায় গাছগুলো সকালের পর থেকে কেটে সরিয়ে নেওয়া হচ্ছে অন্যত্র।

আরও পড়ুন-নিউ ব্যারাকপুরে গেঞ্জি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড,  ঘটনাস্থলে দমকলের ১৪ ইঞ্জিন

একই চিত্র নদিয়ার শান্তিপুর(Shantipur) ব্লকের বাগআঁচড়া গ্রাম পঞ্চায়েত এলাকার করমচাপুর ও হিজুলি গ্রামে। ভোররাতের কয়েক মিনিটের ঝোড়ো হাওয়াতে শেষ সম্বলটুকু শেষ করে দিয়েছে বহু গ্রামবাসীর। বেশ কয়েকটি বাড়ি মাটিতে মিশে গিয়েছে। কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে গ্রামবাসীরা দাবি করছেন। এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

.