পাহাড়ের অশান্তি ক্রমশই ছড়াচ্ছে সমতলে, সুকনা থানার সামনে বিক্ষোভ
ওয়েব ডেস্ক: পাহাড়ের অশান্তি ক্রমশই ছড়াচ্ছে সমতলে। আজও সুকনা থানার সামনে বিক্ষোভ মোর্চার।৫৫ নম্বর জাতীয় সড়ক অবরোধ। অগ্নিগর্ভ আলিপুরদুয়ারের জয়গাঁ। পুলিসের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ। ইটবৃষ্টি, কাঁদানে গ্যাস, রবার বুলেট। ডুয়ার্সেও গোর্খাল্যান্ডের দাবিতে মিছিল। পাশাপাশি গোর্খাল্যান্ড-বিরোধী বিশাল মিছিল শিলিগুড়িতে। শনিবার দিনভর ধুন্ধুমারের পর রবিবারও অশান্ত থাকল সুকনা। অগ্নিগর্ভ হয়ে উঠল আলিপুরদুয়ারের জয়গাঁ।পাহাড়ের অশান্তি ডুয়ার্সেও। আলিপুরদুয়ারের জয়গাঁয় মোর্চা-পুলিস খণ্ডযুদ্ধ। পুলিসকে লক্ষ্য করে ইটবৃষ্টি মোর্চা সমর্থকদের। পুলিসের গাড়ি ভাঙচুর। পাল্টা কাঁদানে গ্যাসের শেল ফাটায় পুলিস। আহত হয়েছেন কয়েকজন পুলিসকর্মী । পুলিসের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ আন্দোলনকারীদের।শনিবার গোর্খাল্যান্ড আন্দোলনকারীদের খুকরি মিছিল ঘিরে রণক্ষেত্র হয়ে ওঠে সুকনা। সেই অশান্তি বজায় রইল রবিবারও।সুকনা থানার সামনে লাগাতার বিক্ষোভ। প্রায় ২ ঘণ্টা থানায় বিক্ষোভের পর সুকনা মোড়ে অবরোধে বসে আন্দোলনকারীরা। বন্ধ হয়ে যায় ৫৫ নম্বর জাতীয় সড়ক। মোর্চার অবরোধে দার্জিলিং, মিরিক, কার্শিয়াং যাওয়ার রাস্তা বন্ধ হয়ে যায়। আন্দোলনকারীদের অভিযোগ, শনিবার সুকনার অবরোধে গুলি চালিয়েছে পুলিস। দোষী অফিসারদের শাস্তি চেয়ে বিক্ষোভ।
আরও পড়ুন বানভাসি ঘাটালের পরিস্থিতি পরিদর্শন করলেন সাংসদ, অভিনেতা দেব
রবিবার আন্দোলনকারীরা বিশাল মিছিল করে নকশালবাড়িতে ঢোকার চেষ্টা করে। তাদের বাধা দেয় শান্তি রক্ষা কমিটি। পৌছে যায় পুলিস। আন্দোলনকারীদের হঠিয়ে দেওয়া হয়। এরপর রাস্তা অবরোধ করে আন্দোলনকারীরা। ১৪৪ ধারা জারি করা হয়। থমথমে নকশালবাড়ি।গোর্খাল্যান্ডের দাবিতে যুব মোর্চার বিশাল মিছিল ডুয়ার্সের পাথরঝোরা চা বাগানে। বটতলা থেকে মিছিল শুরু হয়ে খয়েরবাড়িতে পৌছলে মিছিল আটকায় পুলিস। সেখানে গোর্খাল্যান্ডের দাবিতে স্লোগান দেয় আন্দোলনকারীরা।গোর্খাল্যান্ডের দাবিতেএদিন মালবাজারের বাগরাকোটেও বিশাল মিছিল করে আন্দোলনকারীরা। আর্মি ক্যাম্পের সামনে মিছিল আটকায় পুলিস।পাহাড় ছাড়িয়ে অশান্তি নেমেছে সমতলেও। কিন্তু সমতলের মানুষ যে গোর্খাল্যান্ডের দাবিতে আন্দোলন বরদাস্ত করবে না, তা স্পষ্ট করে দিল শিলিগুড়ির নয়া প্রজন্ম। বিশাল বাইক মিছিল করে তারা বুঝিয়ে দিল, আন্দোলন সামাল দেওয়ার জন্য তারা প্রস্তুত।
আরও পড়ুন বন্যার জল নেমে গেছে বাঁকুড়ায়, এবার শুরু হয়রানির নতুন অধ্যায়